কালিয়াগঞ্জ পৌর শহরে মোট কোভিড সংক্রামিতের সংখ্যা২৯৫ জন
1 min readকালিয়াগঞ্জ পৌর শহরে মোট কোভিড সংক্রামিতের সংখ্যা২৯৫ জন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২২মে:-উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরে মোট কোভিড আক্রান্তের সংখ্যা২৯৫জন।কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশই উর্ধমুখী।শনিবার কালিয়াগঞ্জ পৌর শহরের ১৭টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে মোট ৭ জন কোভিডে আক্রান্ত হয়।যার মধ্যে ৩নম্বর ওয়ার্ডে-২জন,৪নম্বর ওয়ার্ডে-২জন,৯নম্বরওয়ার্ডে-১জন,১২নম্বর ওয়ার্ডে১জন এবং ১৬নম্বর ওয়ার্ডে-১জন আক্রান্ত হয় বলে
কালিয়াগঞ্জ পৌর সভা সূত্রে জানা যায়।মোট ২৯৫জনের মধ্যে ১০৭জন সুস্থ্য হয়েছে বলে জানা যায়।জানা যায় এর মধ্যে মোট ৩ জনের মৃত্তু হয়েছে।কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে কোভিড সম্পর্কে প্রতিদিন শহরের মানুষদের সচেতন করবার কাজ যেমন চলছে তেমনি কালিয়ানজ।পৌর হাসপাতালে প্রতিদিন।টিকাকরনের কাজ দ্রুত গতিতে চলছে বলে জানালেন কালিয়াগঞ্জ পৌর সভার।নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস।