January 11, 2025

স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার উদ্যোগে জেলা জুরে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা, রক্তদানের প্রচার, মাস্ক স্যানিটাইজার বিতরণ কর্মসূচি-

1 min read

স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার উদ্যোগে জেলা জুরে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা, রক্তদানের প্রচার, মাস্ক স্যানিটাইজার বিতরণ কর্মসূচি-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২২মেদিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এর ফলে রাজ্য জুড়ে জারি করা হয়েছে লকডাউন। আর এই পরিস্থিতিতে বসে নেই “মুক্তির পথ রায়গঞ্জ” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।এই স্বেচ্ছাসেবী সংস্থাটি করোনার সমস্ত নিয়ম কানুন মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে আজ জনসচেতনতার উদ্দেশ্যে রায়গঞ্জ ব্লক এর কাশিবাটি,রায়পুর,নারায়নপুর,বরুয়া হাটখোলা,কানাইপুর,রায়গঞ্জ দেবিনগর,কলেজপাড়া ইত্যাদি বিভিন্ন গ্রাম ও শহর ঘুরে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা, রক্তদানের প্রচার,

মাস্ক, স্যানিটাইজার,লিফলেট বিতরণ কর্মসূচী গ্রহণ করেছিলেন।লিফলেট এ তারা করোনা নিয়ে সচেতনতা ও এই অতি দুর্দিনে কোন পরিবার বা কোন করোনা আক্রান্ত ব্যক্তি কোনরূপ সমস্যায় পড়লে তারা লিফলেটে উল্লেখিত মোবাইল নাম্বার 9382307487/74689754444/7001336682/9126622204 গুলিতে যোগাযোগ করতে বলেছেন।তারা যথাসাধ্য পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রণব দেবনাথ, সম্পাদক সামিম আক্তার, সদস্য কৌশর আলী,শান্তনু চক্তবর্তী, সাহেদ আলী প্রমুখ৷“মুক্তির পথ রায়গঞ্জ”- সংস্থার সম্পাদক সামিম আক্তার জানান “আজকের এই কর্মসূচির ফলে গ্রামের অনেক মানুষ সচেতন হয়েছেন। তারা মাস্ক ব্যাবহার শুরু করেছেন এবং রক্তদানের প্রচার শুনে অনেকে রক্তদানে এগিয়ে আসার কথা ভেবেছেন এবং অনেকে আগ্রহী হয়ে সংস্থার কাছে স্বেচ্ছায় রক্তদানের জন্য নাম নথিভুক্ত করেছেন।তিনি বলেন এই কর্মসূচী শুধুমাত্র রায়গঞ্জ ব্লকই না গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে চলবে। “

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *