কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ট্রাই এর বিরুদ্ধে পথে নামলেন কেবল অপারেটররা
1 min read
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ট্রাই এর বিরুদ্ধে পথে নামলেন মহকুমার কেবল অপারেটর ইউনিয়নের সদস্য সদস্যারা৷ বুধবার দুপুরে বনগাঁ মহকুমার বিশ্ববাংলা কেবল অপারেটর ইউনিয়নের সদস্যরা প্রথমে বনগাঁর শহর জুড়ে বিক্ষোভ মিছিল করেন, তারপর মহকুমা শাসকের দপ্তরে এসে নতুন আইন প্রত্যাহারের দাবি জানান, এবং এই মর্মে একটি ডেপুটেশন ও দেন মহকুমা শাসকের কাছে৷ সংগঠনের দাবি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ট্রাই় সম্প্রতি যে নিয়ম চালু করেছেন তার ফলে আগামী ২৮ শে ডিসেম্বর মধ্যরাত্রি থেকে সমস্ত পে চ্যানেলগুলি বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র ১০০ টি ফ্রি চ্যানেল চালু থাকবে৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংস্থার দাবি বর্তমানে কেবল গ্রাহকেরা যে স্বল্প মূল্যে পে চ্যানেল সহ অন্যান্য চ্যানেল গুলি দেখতে পান, কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম চালু হলে গ্রাহকদের বর্তমান মূল্যের থেকে প্রায় ছয় থেকে সাত গুণ টাকা বেশি দিতে হবে, ফলে সমস্যায় পড়বেন গ্রাহকেরা, ক্ষতিগ্রস্ত হবে কেবল অপারেটরদের ব্যবসা , নিজেদের ব্যবসায়িক স্বার্থ ও গ্রাহকের স্বার্থের কথা মাথায় রেখেই এদিন এই আন্দোলন বলে জানান কেবল অপারেটর ইউনিয়নের সদস্যরা, সংস্থার পক্ষে দাবি করা হয় অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এই কালা নীতি বাতিল করতে হবে, না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুমকি দিয়েছেন কেবল অপারেটর ইউনিয়নের সদস্যরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});