January 11, 2025

কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের প্রযোজনায় “নীল আলো” ও “অন্তর বাহির@লকডাউন”

1 min read

কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের প্রযোজনায় “নীল আলো” ও “অন্তর বাহির@লকডাউন”

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৯মে:“উত্তর বঙ্গের নাট্য চর্চায় কালিয়াগঞ্জ শহর এবং কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার বিশেষ ভাবে পরিচিত।বিধান সভা নির্বাচন পরবর্তীকালে মে মাসের তৃতীয় সপ্তাহে এই দলের পরিকল্পনা ছিল তিন দিনের নাট্যমেলা -“অনন্য নাট্য মেলা(২য় পর্ব)”শিরোনামে।কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের বৃদ্ধির আশংকায় অনুষ্ঠান টি শুধু মাত্র ১লা মে নজমুতে দলের নিজস্ব প্রযোজনা দিয়ে করার সিদ্ধান্ত হয়।করোনার দ্বিতীয় ঢেউ এসে সে পরিকল্পনায় আঘাত আনে, এই পরিস্থিতিতে নজমু নাট্য নিকেতনে কোভিড ১৯ এর সরকারী নিয়মবিধি মেনে গত ২৯শে এপ্রিল দলের নিজস্ব প্রযোজনা- নীল আলো এবং ৩০শে মে দলের নিজস্ব প্রযোজনা -অন্তর বাহির @ লকডাউন সীমিত দর্শকদের সামনে মঞ্চস্থ করা হয়।ভৈকম মহম্মদ বশীর এর গল্প অবলম্বনে “নীল আলো ” নাট্যরূপ দিয়েছেন অভিজিত সমাজদ্বার, নেপথ্য শিল্পী -আলো-কমল বসাক, আবহ সামগ্রিক তত্বাবধানে -প্রদীপ কু্ন্ডু, আবহ প্রক্ষেপণে -সবুজ বরণ বসাক। অভিনয়ে বিভু ভূষণ সাহা, সায়ন দাস, সংঘমিত্রা রায়চৌধুরী।

সম্পাদনা, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনায় বিভু ভূষণ সাহা। নাটকের বিষয় সাময়িক পরিস্থিতি,সমগ্র পৃথিবীর সমস্ত মানবকূল গত এক বছর ধরে ভুগছে চরম অনিশ্চয়তায়। এই পরিস্থিতিতে মানুষ সামগ্রিক দিক দিয়েই দিশেহারা। সমাজে অবসাদ গ্রস্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে, মানুষ বেছে নিচ্ছে সুইসাইডের পথ।গল্পের শেষে পজিটিভ মেসেজই দেওয়া হয়। চরিত্রের সংলাপে উঠে আসে -পিশে ফেলা এই যন্ত্রণার মাঝেও বেচে থাকার ইচ্ছে শক্তিকে বাঁচিয়ে রাখতেই হবে,পথ খুঁজতে হবে নতুন দিশার।বিষয়গত দিকে, এবং সমগ্র উপস্থাপনায় প্রযোজনাটি উপভোগ্য হয়ে ওঠে।

আশা রাখি সাময়িক পরিস্থিতি কেটে গেলে কালিয়াগঞ্জের নাট্য প্রেমী দর্শকদের সামনে এই প্রযোজনা তুলে ধরা হবে।৩০শে এপ্রিল ছিল এই দলের প্রযোজনা “অন্তর বাহির @ লকডাউন।

নাটকের নাম করণেই বোঝা যায় বিষয় কি হতে পারে।এই প্রযোজনার নাট্যকার পার্থ দাশগুপ্ত, আলো -কমল বসাক,আবহ প্রক্ষেপনে -সবুজ বরণ বসাক, কোরিওগ্রাফি -জয়ন্তী পাল সাহা,রূপসজ্জা -পার্থ দাশগুপ্ত, আবহ পরিকল্পনা ও নির্দেশনায় প্রদীপ কুন্ডু।

অভিনয়ে সবুজ রায়, সনোজ তলাপাত্র, গৌরাঙ্গ পাল, অনিকেত দাস, বিক্রম পাল, জয়ন্তী পাল সাহা, অঙ্কিতা দাস,মৌসুমী কর্মকার। সামগ্রিক তত্বাবধানে বিভু ভূষণ সাহা। আমরা আশাবাদী, আমরা আশা রাখি পৃথিবী স্বাভাবিক হলে আমাদের এলাকা স্বাভাবিক হলে পরিপূর্ণ দর্শকের সামনে মঞ্চস্থ হবে কালিয়াগঞ্জের নানান দলের নানান প্রযোজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *