January 11, 2025

লকডাউনের পর গোদের উপর বিষ ফোরা মা বয়রা মন্দিরের পুরোহিতের করোনা হওয়ায় মন্দিরের দরজা বন্ধ-

1 min read

লকডাউনের পর গোদের উপর বিষ ফোরা মা বয়রা মন্দিরের পুরোহিতের করোনা হওয়ায় মন্দিরের দরজা বন্ধ-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ১৯মে:–লকডাউনের মাঝেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐ তিহ্যবাহী মা বয়রা কালি মন্দিরের খোদ পুরোহিত করোনা সংক্রামিত হবার ফলে মন্দিরের দরজা বন্ধ করতে বাধ্য হল কালিয়াগঞ্জের মা বয়রা কালি মন্দির কমিটি।কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র বলেন রাজ্য প্রসাশনের কোভিড বিধি নিষেধ মেনে মন্দিরের কাজ চলছিল।

কিন্তু মন্দিরের পূজারী শঙ্কর ঝা কোভিড সংক্রামিত হবার ফলে মায়ের নিত্য পূজা ছাড়া সাধারণ মানুষের দেওয়া কোন পূজা নেওয়া হচ্ছেনা।তিনি বলেন ১৯শে মে ত্থেকে আগামী ৩০শে মে পর্যন্ত সাধারণ মানুষের জন্য মায়ের মন্দিরের দরজা বন্ধ থাকবে বলে জানান বিদ্যুৎ বিকাশ ভদ্র।রাজ্য সরকারের পরবর্তী নির্দেশ অনুযায়ী পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে বলেন মন্দির কমিটির অপর যুগ্ম সাধারণ সম্পাদক সৌমেশ লাহিড়ী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *