January 11, 2025

আমরা কোভিড সহ-যোদ্ধার উদ্দ্যোগে কালিয়াগঞ্জে কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে ঔষুধ পত্র ও খাদ্য সামগ্রী দেবার কাজ শুরু

1 min read

আমরা কোভিড সহ-যোদ্ধার উদ্দ্যোগে কালিয়াগঞ্জে কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে ঔষুধ পত্র ও খাদ্য সামগ্রী দেবার কাজ শুরু

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৬,মে: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে করোনা আক্রান্ত দুস্থ্য ব্যক্তিদের মধ্যে বিনা মূল্যে ঔষুধপত্র ও খাদ্য সামগ্রী দেবার কাজ রবিবার থেকে দেওয়া শুরু হল।প্রাক্তন পৌরপিতা কার্তিক পালের উদ্দ্যোগে ও কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সহযোগিতায় শহরের পৌর ওয়ার্ডের দুস্থ্য করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে বিনা মূল্যে সমস্ত রকমের ঔষধপত্রের সাথে চাল,ডাল, চিনি,সরিষার তেল,লবন,সোয়াবিন, সাবান এবং বাচ্চাদের জন্য বেবিফুড দেবার ব্যবস্থা করা হয়।

কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক অনুপ জয়সোয়াল বলেন রবিবার প্রথম দিন কালিয়াগঞ্জ পৌর শহরের মোট ১০ জন দুস্থ্য করোনা আক্রান্তকে বিনা মূল্যে ঔষুধ পত্র থেকে খাদ্য সামগ্রী আমাদের প্রেস ক্লাবের সদস্যরা করোনা আক্রান্তদের বাসায় গিয়ে এই সমস্ত দ্রব্য সামগ্রী দিয়ে এসেছে বলে জানান।এই পরিষেবার সাথে প্রয়োজনে অক্সিজেন দেবার ব্যবস্থা আছে বলে জানান।

“আমরা কোভিড সহ-যোদ্ধার”.মূল কর্নধার তথাকালিয়াগঞ্জ পৌর সভার[প্রাক্তন পৌরপিতা কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা যে ভাবে কোভিড রোগীদের পরিষেবা দিচ্ছে তা অত্যন্ত গর্বের বিষয়।কার্তিক পাল বলেন ” আমরা কোভিড সহ-যোদ্ধা’ স্বেচ্ছাসেবী সংস্থা কোভিড সংক্রমন যতদিন থাকবে আমাদের এই পরিষেবা ততদিনই চলবে।তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যত দ্রুত সম্ভব এই মারনব্যাধি করোনা হতে আমাদের সবাইকে মুক্ত কর।অপরদিকে কালিয়াগঞ্জ পৌর সভার স্যানেটারী ইন্সপেক্টর সুরজিৎ কৈরী রবিবার জানান আজ কালিয়াগঞ্জে ,২১জন করোনায় পজেটিভ চিহ্নিত হয়েছে।কালিয়াগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩৫।কালিয়াগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে “আমরা কোভিড সহ-যোদ্ধা ” দের তারিফ করে অনেককেই অভিনন্দন জানাতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *