চূড়ান্ত ব্যর্থতার মধ্যে দিয়েই বামডান সংযুক্তমোর্চার নেতৃত্বরা চূড়ান্ত সাফল্য পেল?-
1 min readচূড়ান্ত ব্যর্থতার মধ্যে দিয়েই বামডান সংযুক্তমোর্চার নেতৃত্বরা চূড়ান্ত সাফল্য পেল?
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৬মে: গত ২রা।মে গত একমাস ব্যাপী আট দফা রাজনৈতিক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে।এই রাজ্যের তৃণমূল দল যা চেয়েছিল, যেমন করেই হোক গেরুয়াকে এই রাজ্যে আস্তানা গারতে কোন ভাবেই দেওয়া হবেনা।যদিও গেরুয়া শিবিরের হাব ভাব এবং একটা চোরা স্রোত দেখে আমাদের তৃণমূলের সুপ্রিমো নিজেও যে ঘাবড়ে গিয়েছিলেন একথা তিনি নিজে স্বীকার না করলেও তার দলের অনেক তাবর তাবর নেতা ভেবেই নিয়েছিলেন এবারের নির্বাচনে একটা কিছু অঘটন ঘটতে চলেছে বৈকি।অন্যদিকে কংগ্রেস, বাম ও আই এস এফ অন্য ভাবনায় ভাবিত হয়েছিলেন।তারা ভেবে ছিলেন তৃণমূল দল এবার একক ভাবে কোন ক্রমেই গেরুয়াকে পরাস্ত করতে পারবেনা।
গেরুয়াকে জব্দ করতে গেলে তাদের সহ যোগীতার প্রয়োজন লাগবেই লাগবে।আর এই বিশেষ সন্ধিক্ষনটা এলে পরে তাদের সহ যোগীতা মিয়ে মন্ত্রিসভা গঠন বাধ্য হয়ে করতে হবেই মমতা দেবীকে।একদিকে যেমন সংযুক্ত মোর্চা মমতার সরকারের লাগাম তাদের হাতে থাকবে।অন্যদিকে সংযুক্ত মোর্চার তাবর তাবর নেতৃত্ব বুক ফুলিয়ে বলতে পারবে তারাই টু ইন ওয়ানের মতই কাজ করে মমতা দেবী কাছে হিরো হতে পারবেন। এটা যদি করতে পারা যায় তাহলে এক ঢিলে দুই পাখি মেরে একদিকে মমতাকে হাতের কব্জার মধ্যে।রাখতে পারবে।অন্যদিকে সংযুক্ত মোর্চা বলতে পারবে মমতার একার পক্ষে গেরুয়াকে রোখা দম্ভব হলোনা।তারা না থাকলে এবার মমতাকে বিরোধী দলের আসনেই বসতে হত।কত আশা।কথায় আছে চাষা আশাকে নিয়েই বেঁচে থাকে।এরাওতো রাজনীতির চাষ আবাদ করে তাই রাজচাষা বলা যেতেই পারে।সেই বিখ্যাত সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখার্জীর সব গানই বিখ্যাত তার মধ্যেই একটা রাগাশ্রয়ী আধুনিক গান গেয়েছিলেন”কত আশা নিয়ে তুমি এসেছিলে,কত ভালোবেসে—এমন একটি গান।সংযুক্ত মোর্চা এবার বিধান সভা নির্বাচনের আগে এই রকম দুই তিনটে গান বেঁধে ছিলেন।তাতে দেখা গেছে সংযুক্ত মোর্চা একাই একশো।এদেরকে কাওকে সাহায্য করতে হয়নি গেরুয়া শিবিরকে আটকাতে।সংযুক্ত মোর্চার গ্রাসরুটের সমর্থকেরা জোট বেঁধে সুন্দর ভাবে সিধান্ত নিয়েছিল সংযুক্ত মোর্চার নেতৃত্বদের অজান্তে।এরা নীচু তলার সমর্থকেরা ঠিক করেছিল কোন নেতাদের জয়ী না করেই গেরুয়াকে আমরাই ঠেকাবো।বার বার নেতাদের নাম হয় এবার আমাদের নাম হোক।মানুষতো বলবে সংযুক্ত মোর্চার সব ভোট এবার তৃণমূলে গেছে তার ফলেই গেরুয়ার কুপোকাত ঘটেছে?অন্যদিকে সংযুক্ত মোর্চার নেতৃত্বরাও বলতে পারবে আমরা নিজের নাক কেটে তৃণমূলকে জিতিয়ে গেরুয়াকেতো এই রাজ্যে আটকিয়ে দিয়েছি।এর চেয়ে উদারতা আর কোন রাজনৈতিক দল দেখাতে পারবে কি।আমরাই সেটা করে দেখিয়ে রাজ্যের গদিতে তৃণমূলকে বসিয়ে গেরুয়াকে বিদায় দিতে পেরেছি।তাইতো আমরা শুধু সংযুক্ত মোর্চার তিনটি দল নিয়েই নির্বাচনের আসরে নামিনি।প্ৰকৃত জোট আমরা চারটি দলের সাথেই করেছিলাম।প্রকাশ্যে তিনটি দলের সাথে এবং একটি দলের সাথে অপ্রকাশ্যে যার নাম তৃণমূল কংগ্রেস।আর তাতেই আমরা চারটি দল সাফল্য পেয়েছি।যদিও একটি দল বিজেপি সাফল্য পায়নি সরকার গড়ার ক্ষেত্রে।তাতে কি হয়েছে।গেরুয়ার ক্ষমতা আটকাতে গিয়ে অল আউট হয়ে বিধান সভার বাইরে এসেছি ঠিকই কিন্তু।গেরুয়া ভাইদের ভেতরে ঢোকার সুযোগতো করে দিয়েছি।এতেই আমাদের আনন্দ।যেমন অনেকটা পাগলের গোবধে আনন্দ এবং এটাতেই আমরা চূড়ান্ত ব্যার্থতার মধ্যেও যে এত আনন্দ থাকতে পারে।তা কস্মিনকালেও ভাবতে পারিনি।আসলে বুড়ো ভাম বাম নেতারা জীবনে যা করেনি এবার সেটা করে সারা জীবনের মত যোগ্য জবাব পেয়েছে বলেই রাজনৈতিক।মহল মনে করছে।