January 11, 2025

করোনা কেড়ে নিল‌ প্রাণ, প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

1 min read

করোনা কেড়ে নিল‌ প্রাণ, প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

আরও একটি দুঃসংবাদ। করোনা কেড়ে নিল আরও একটি তরতাজা প্রাণ। প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ লড়াইয়ের শেষে আজ মেডিকা হাসপাতালে রাত ৯ টা ২৫ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১৪ এপ্রিল তাঁর করোনা ধরা পড়ে। চিকিত্‍সায় সুস্থ হয়ে বাড়িও ফিরে ছিলেন। কিন্তু তারপর ফের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুস কার্যত বিকল হয়ে পড়ে।

প্রথমে তাকে ভেন্টিলেশনে তারপরে একমো ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। তারপরেই আজ সব শেষ।বর্তমানে তিনি জি ২৪ ঘণ্টার এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে আকাশ বাংলা, ইটিভি বাংলায় কাজ করেছেন। এর আগেও ২৪ ঘণ্টার সঙ্গে বেশ কিছু বছর কাটিয়েছিলেন তিনি। এরপর আনন্দবাজারের ডিজিটাল বিভাগের দায়িত্বে ছিলেন। তারপর সম্প্রতি ফের জি ২৪ ঘণ্টার দায়িত্ব নেন। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই ছিলেন তিনি। তাঁর এই অকাল প্রয়াণে সাংবাদিকতার জগতে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল বাংলা সংবাদমাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *