ইসলামপুর মহাকুমায় শান্তি ফেরাতে সর্বদলীয় বৈঠক করলেন মহকুমাশাসক সপ্তর্ষি নাগ
1 min readইসলামপুর মহাকুমায় শান্তি ফেরাতে সর্বদলীয় বৈঠক করলেন মহকুমাশাসক সপ্তর্ষি নাগ
দেবব্রত চক্রবর্তী ইসলামপুর মহকুমা জুড়ে ভোট গণনার পর থেকেই বিভিন্ন এলাকায় হিংসার কারণে শান্তি ফেরাতে বুধবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক করলেন মহকুমা শাসক সপ্তর্ষি নাগ। ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে কোভিড বিধি মেনে একটি ফাঁকা জায়গায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত ইসলামপুর মহকুমার ইসলামপুর ও চোপড়ায় ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠা
এলাকাতে শান্তি ফেরাতে খুব অল্পসময়ের নোটিশে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিভিন্ন দলের নেতৃত্ব। ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগের সাথে বিভিন্ন অশান্তি প্রবণ এলাকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়
এবং এই এলাকাগুলিতে অশান্তি ছড়ানো দুষ্কৃতীদের কোনওভাবেই বরদাস্ত করা হবে না সে যে দলেরই হোক না কেন এমনই প্রস্তাবে তৃণমূল বিজেপি সংযুক্ত মোর্চা সহ সমস্ত রাজনৈতিক দলই একমত পোষণ করেছেন।
এদিনের বৈঠকে মহকুমা শাসক সপ্তর্ষি নাগ সহ তৃণমূলের গজ্ঞেস দে সরকার ও রানা খান, সংযুক্ত মোর্চার সিপিএম নেতা স্বপন গুহ নিয়োগী, কংগ্রেস নেতা হাজী মোজাফফর হুসেন, বিজেপির সুরজিত সেন, তাপস দাস, সন্দীপ ভট্টাচার্য সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
এছাড়াও পুলিশ প্রশাসনের তরফে ইসলামপুরের ট্রাফিক ওসি সমীক চক্রবর্তী ও ট্রাফিক ডিএসপি মৌমিতা কর্মকার উপস্থিত ছিলেন।