দিল্লীতে দরবার করে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের বন্ধ থাকা কাজ শুরু করবার জোর তৎপরতা শুরু করতে চলেছে মন্ত্রী দেবশ্রী ও বিজেপির দুই বিধায়ক
1 min readদিল্লীতে দরবার করে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের বন্ধ থাকা কাজ শুরু করবার জোর তৎপরতা শুরু করতে চলেছে মন্ত্রী দেবশ্রী ও বিজেপির দুই বিধায়ক
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৫ মে: ভোট পর্ব মিটে গেছে।এখন সব কিছুর উর্ধে উঠে উত্তর দিনাজপুর জেলায় কেন্দ্রীয় প্রকল্পের কাজগুলো কি ভাবে পুনরায় শুরু করা যায় তা নিয়ে শুরু হয়েছে জোর তৎপরতা।তাই এখন উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের জন্য জেলার দুই বিধায়ক রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী ও কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় একযোগে রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে সাথে নিয়ে উত্তর দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে জানালেন।কালিয়াগঞ্জের নবনির্বাচিত বিধায়ক সৌমেন রায় মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন উত্তর দিনাজপুর জেলার সর্বাগ্রে প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকার সময় কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্প ঘোষণা করেছিলেন।তার পর এই প্রকলের জন্য অর্থ মঞ্জুর হবার পর কিছু কিছু কাজ শুরুও হয়ে যায়।কিন্তু কালিয়াগঞ্জেত আটঘরা গ্রামে জমিজটে প্রকল্পের কাজ সেই থেকে বন্ধ হয়ে আছে।কিন্তূ দীর্ঘ দিন বাদে কৃষকরা জমি দিতে রাজি হবার ফলে কাজটি শুরু হতে অসুবিধা হবার কথা নয় বর্তমানে।রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ করে রেল দপ্তরকে দিলেই কাজটি পুনরায় শুরু হতে পারে।
কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন আমাদের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধরী,রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং আমি আমরা সবাই মিলে সার্বিক উন্নয়নের লক্ষে যদি একযোগে কাজ করি এবং দিল্লিতে গিয়ে পুনরায় কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্প নিয়ে রেল মন্ত্রকের সাথে দরবার করতে পারি তাহলে আমার মনে হয় কাজটি আবার শুরু করে দেওয়া যেতে পারে।জানা যায় একসময় কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার ২২১ কোটি টাকা মঞ্জুর করেছিল।
রেলের জমির জায়গা চিহ্নিত করনের কাজ অনেকদিন পূর্বেই শেষ হয়ে আছে।বেশ কিছু সেতু নির্মাণের কাজ শুরু হয়েও শেষ না হয়ে অর্ধ নির্মিত অবস্থায় তা পরে আছে। কাজ বন্ধ হয়ে থাকার কারনে গত বছরের বাজেটে এই প্রকল্পের জন্য মাত্র ১০০০হাজার টাকা বরাদ্দ করে প্রকল্পটিকে বাঁচিয়ে রাখা হয়েছে।কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ শেষ হলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের আমূল পরিবর্তন ঘটতে পারে।তা ছাড়া কালিয়াগঞ্জ একটি জংশন স্টেশনে পরিণত হবে।
কালিয়াগঞ্জ শহর বিজেপির মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ বলেন এই রেল প্রকল্পের কাজ শেষ হলে বালুরঘাট থেকে ট্রেনে চেপে একই ট্রেনে উত্তর পূর্বাঞ্চলের সর্বত্র যাবার সুবিধাতো হবেই।উপরন্তু ত্রিপুরা রাজ্যের আগরতলা পর্যন্ত যোগাযোগের বিশাল সুবিধা রেল যাত্রীরা পেতে পারবে।তাই অবিলম্বে এই রেল প্রকল্পের কাজ সবার সহযোগিতায় পুনরায় শুরু করা উচিৎ বলে তিনি মনে করেন। কালিয়াগঞ্জের সিপিআই এমের বলিষ্ঠ নেতা ভারতেন্দ্র চৌধুরী বলেন এই প্রকল্পের কাজ এতদিন হয়েই যেত কিন্তূ সেই সময় কেন্দ্রে ইউ পি এর সরকার থাকার কারনে সেই সময় বিজেপির এক নেতা কৃষকদের বিভিন্ন ভাবে উসকিয়ে দিয়ে রেল দপ্তরে তাদের আসার জন্য বাধা সৃষ্টি করার কারনে রেল দপ্তরের আধিকারিকরা কালিয়াগঞ্জ স্টেশন থেকে বাধা প্রাপ্ত হয়ে চলে গেলে অনেক স্থানে অর্ধ সমাপ্ত কাজ করেই রেলের কনস্ট্রাকশন দপ্তরের কর্মীরা বাধ্য হয়ে ফিরে যায়।সেই থেকেই কাজ বন্ধ হয়ে আছে।তবে অবলম্বে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকলের কাজ শুরু হওয়া উচিৎ প্রত্যেকের সহযোগিতায়।