কালিয়াগঞ্জ বিজেপির শহর মন্ডল কমিটির পক্ষ থেকে সাধারণের মধ্যে মাস্ক বিতরণ-
1 min readকালিয়াগঞ্জ বিজেপির শহর মন্ডল কমিটির পক্ষ থেকে সাধারণের মধ্যে মাস্ক বিতরণ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৮,এপ্রিল: উত্তর দিনাজপুর জেলায় ভোট পর্ব মিটে যাওয়ায় বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডলের নেতৃত্বদের সাথে বিজেপির সমর্থকেরা শহরের সুকান্ত মোড়ে সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিলির কাজে নেমে পড়লো।বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি ভবানী চরণ সিংহ বলেন সারা দেশের সাথে তাল মিলিয়ে আমাদের রাজ্যে যে ভাবে
করোনার দ্বিতীয় ঢেউ দ্রুত ছড়িয়ে যাচ্ছে তা অত্যন্ত ভয়ঙ্কর।রাজনৈতিক দলের কাজ শুধু ভোটে লড়াই করা নয়।যারা সরকার গড়ার কারিগর আজ তারা করোনার আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে।তাই আমরা বিজেপির সৈনিকরা আমরা পথে
নেমেছি সবাইকে সচেতন করবার উদ্দেশ্য নিয়ে।আমরা বিজেপি দলের পক্ষ থেকে সবাইকে মাস্ক পড়বার জন্য সচেতন করবার সাথে সাথে প্রত্যেককে মাস্ক পরিয়ে দিচ্ছি।বিজেপির
কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ বলেন কালিয়াগঞ্জের মানুষদের কাছে আবেদন করোনার সরকারি বিধিনিষেধ মেনে সবাই চলুন এবং নিজে ও পরিবারের সদস্যদের করোনা থেকে দুশ্চিন্তামুক্ত রাখুন।সুকান্ত মোড়ের রাস্তায় দাঁড়িয়ে
এক হাজার মাস্ক ও স্যানেটাইজার বিলি।করা হয়।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়,প্রসেনজিৎ চক্রবর্তী,রানা প্রতাপ ঘোষ জগন্নাথ ভট্টাচার্য সহ অনেকেই।