ধাপে ধাপে করোনার প্রকোপ বাড়ছে উত্তর দিনাজপুর জেলা জুরে।
1 min readধাপে ধাপে করোনার প্রকোপ বাড়ছে উত্তর দিনাজপুর জেলা জুরে।
শশাঙ্ক সরকার ইটাহার: ধাপে ধাপে করোনার প্রকোপ বাড়ছে উত্তর দিনাজপুর জেলা জুরে। এই আতঙ্কের পরিস্থিতিতে পকেটে মাস্ক মুখে রুমাল, সংক্রমিত হওয়ার ভয় থাকলেও শিকেয় উঠেছে করোনা সচেতনতা।
এমনি অসচেতনতার ছবি লক্ষ করা গেল ইটাহার শহরে। সকাল থেকে সন্ধ্যা সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে একই ভাবে চলাফেরা করছেন পথ চলতি অসচেতন মহিলা পুরুষ থেকে দোকান দার ও দোকানে আসা ক্রেতারা।
সাধারণ মানুষ নিজেদের কাজে বাড়ি থেকে বের হলেও নেই অনেক মানুষের মুখে মাস্ক। দিব্যি মাস্ক ছাড়াই শহরের আনাচে কানাচে ঘুরে ঘুরে জিনিস পত্র কিনতে ব্যাস্ত তারা। ঠিক তেমনি দোকান দার রাও মাস্ক ছাড়াই ব্যবসা করে চলেছে।
তবে সাধারণ মানুষ করোনা আতঙ্কে মাস্ক ছাড়াই বাড়ি থেকে বের হলেও নেই ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোন সচেতনতা মূলক প্রচার। ফলে প্রশাসনের চোখের সামনে দিয়ে মাস্ক বিহীন সাধারণ মানুষ চলাফেরা করছে ইটাহারে।