চোপড়া থানা এলাকায় বাস স্ট্যান্ড চত্বরে সোনার দোকানে দেওয়াল ফাটিয়ে ভয়াবহ চুরি
1 min readচোপড়া থানা এলাকায় বাস স্ট্যান্ড চত্বরে সোনার দোকানে দেওয়াল ফাটিয়ে ভয়াবহ চুরি
চোপড়া থানা এলাকায় বাস স্ট্যান্ড চত্বরে সোনার দোকানে দেওয়াল ফাটিয়ে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক দিলীপ অধিকারী জানান সকালবেলা আমার পাশের দোকানদার আমায় জানায় শুনতে পাই আমার আমার দোকানে চুরি হয়েছে তৎক্ষণাৎ তড়িঘড়ি ছুটে যাই এবং গিয়ে শাটার খুলে দেখি দেওয়াল ভাঙ্গা ।তার প্রাথমিক ভাবে মনে হলে মনে যে দেওয়াল ফাটিয়ে
তার দোকানে ঢুকে সোনার সামগ্রী চুরি করেছে। প্রায় 1 লক্ষ 50 হাজার টাকার মতন সামগ্রী এই চুরি গিয়েছে আসবাবপ ভেঙেছে ক্যাশ বাক্স এবং অলংকার চুরি করে নিয়ে গেছে । চোপড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে ।
এবং দিলীপ অধিকারী জানান তিনি চোপড়া থানায় কমপ্লেন ও দায়ের করেছেন। এর আগেও চোপড়া থানা সামনে তার দোকান ছিল সেখানেও তার দোকানে চুরি হয়েছিল। তিনি বলেন আমি প্রায় সর্বস্বান্ত হয়ে যাওয়ার মতন অবস্থা।