January 12, 2025

কালিয়াগঞ্জের বিধানসভা কেন্দ্রে নিরবিঘ্নে ভোট পর্ব শেষে জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে কর্নজোড়ার পথে ভোট কর্মীরা

1 min read

কালিয়াগঞ্জের বিধানসভা কেন্দ্রে নিরবিঘ্নে ভোট পর্ব শেষে জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে কর্নজোড়ার পথে ভোট কর্মীরা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২২ এপ্রিল:অবশেষে নির্বিঘ্নে ৩৪ নম্বর(তপ)কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট পর্ব শেষে রাত সাড়ে আটটার সময় ভোট কর্মীরা জনতা জনতা জনার্দনের আশীর্বাদ

ই ভি এমে বাক্সবন্দি করে রায়গঞ্জ ডিসিআরসিতে সমস্ত কিছু বুঝিয়ে দিতে রওনা হয়ে গেলেন।যাবার সময় ভোট কর্মীদের সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলে গেলেন কালিয়াগঞ্জ আচ্ছা শহর হ্যায়।

ইহা পর ভোটকে লিয়ে কইভি হামরা টকলিভ নেই হুয়া।এখানকার মানুষ আচ্ছা আদমি হ্যায়।সকাল থেকে সারাদিন ভোটের উৎসবে কালিয়াগঞ্জের মানুষ বৃহস্পতিবার গা ভাসিয়ে দিয়েছিল যার সমাপ্তি অত্যন্ত সুন্দর ভাবে হল ভোট কর্মীদের যাত্রার মধ্য দিয়ে।এখন অপেক্ষা জনতা জনার্দন কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ,না সংযুক্ত মোর্চার জাতীয় কংগ্রেসের প্রভাস সরকার নাকি পচা শামুক বলে কিছু কিছু মানুষের কাছে খ্যাত বিজেপির সৌমেন রায়ের গলায় বড়মাল্য পরাবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে খুব কষ্টের মধ্য দিয়ে আগামী ২ রা মে সেই দিনটির জন্য যে দিন অনেক পুরনো মুখের পরিবর্তে নুতন মুখ আমাদের সামনে শেষ হাসি হাসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *