কালিয়াগঞ্জে বিধানসভা কেন্দ্রে করোনা আবহকে গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট উৎসব সম্পন্ন
1 min readকালিয়াগঞ্জে বিধানসভা কেন্দ্রে করোনা আবহকে গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট উৎসব সম্পন্ন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২২এপ্রিল: দুর্গাপূজার মতই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মানুষ ভোট উৎসবের জন্যও অপেক্ষা করে থাকে।কারন কালিয়াগঞ্জের ভোটের ইতিহাসে কোনদিন ভোটের দিন কোন রকম সামান্যতম গন্ডগোল হয়েছে বলে কারো জানা নেই।ষষ্ঠ দফা ভোট বৃহস্পতিবার সকাল সাতটা থেকেই শুরু অত্যন্ত মনোরম আবহাওয়ার মধ্যদিয়ে।কালিয়াগঞ্জ শহর ও ব্লকের বিভিন্ন বুথের সর্বত্রই সকাল থেকে লম্বা লাইন দিয়ে জনতা জনার্দনেরা ভোট দেবার অপেক্ষা করে।প্রতিটি বুথে সামাজিক দূরত্ব বজায় রেখে বুথে
ঢোকার সময় হাত সেনে টাইজার করার আগে থার্মাল গান দিয়ে পরীক্ষা করে হাতে একটি করে গ্লাভস পরিয়ে দিলে ভোট দাতারা ভোটের বিধিনিষেধকে মেনেই ভোট দান করে।শহরের বিভিন্ন বুথের সামনে নেই কোন জটলা।শান্তিপূর্ণ ও স্বাধীনভাবে ভোট দাতার ভোট দিয়ে আসার পর বলেই দিচ্ছে এটাকেই গণতন্ত্র বলে।নেই কোন রাজনৈতিক দলের বাহিনীদের দাপট, নেই কোন ভোটের পরিবেশ বিনষ্ট করার মত কোন রকম প্রচেষ্টা।এক প্রশ্নের উত্তরে জম্মু শ্রীনগর থেকে আসা কেন্দ্রীয় বাহিনীর সদস্য বলেন” ই আচ্ছা প্লেস।।স্থান হ্যায়।সুবে সে সাম তক কই বিবাদ নেই হ্যায়।কালিয়াগঞ্জ ক আদমি বহুত আচ্ছা হ্যায়।হ্যাম লোক বহত জায়গা চুনাওকে লিয়ে ঘুমে হ্যায় লেকিন এস্থান হামকো বহুত আচ্ছা লাগা
।ইহা পর কইভি বিবাদ নেই হ্যায়।কালিয়াগঞ্জ থানার আই সি দিপাঞ্জন দাস বলেন সকাল থেকে বেলা চারটা পর্যন্ত কোন রকম অশান্তির কোন খবর নেই।অশান্তি হবার কোন কারন দেখছিনা।সবাই স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করছে।কালিয়াগঞ্জ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা যায় বেলা ১টা পর্যন্ত কালিয়াগঞ্জ বিধান সভা ক্ষেত্রে ভোট পড়েছে ৬০-৫৫ শতাংশ।
কালিয়াগঞ্জ বিধান সভা নির্বাচন ক্ষেত্রে ৪০২টি বুথের সর্বত্র শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত ভোট চলছে বলে জানালেন কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা।কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ বলেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিতে পেরেছে।তবে তিনি বলেন এত শান্তিপূর্ণভাবে ভোটের মধ্যেও ১৭নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেতা রাজা ঘোষের উপর বিজেপির উঠতি যুবকেরা এসে আক্রমন করে বলে বিজেপির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন।যদিও তৃণমূলের এই অভিযোগ বিজেপি অস্বীকার করে।
বিজেপির অভিযোগ রাজা ঘোষের বিরুদ্ধে তিনি ভোটের সময় এলাকার মানুষদের তৃণমূলকে ভোট দেবার জন্য সকাল থেকে প্রভাবিত করেন।সেই সময় সেই এলাকার মানুষজনই তাকে মারধোর করেন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বৃদ্ধি পায়।পরে কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছালে তা আয়ত্বে আসে।জানা যায় রাজা ঘোষকে প্রাথমিক চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এদিকে কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রের ৭৪,৭৪এ/৭৫,৭৫এ বুথ যা ১নম্বর জিএস এফ পি বিদ্যালয়ে খুব ছোট্ট জায়গার মধ্যে ৩০০০হাজার ভোটারের ভোট নেবার বিরুদ্ধে বেশ কিছু মানুষ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা যায়।এত ছোট জায়গায়
এই ধরনের বুথ ভবিষ্যতে যাতে না হয় সে দিকে দৃষ্টি দেবার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে ভাববার জন্য অনুরোধ করেন।অপর দিকে কালিয়াগঞ্জের ১৫৮ নম্বর বুথে ই ভি এম মেশিন খারাপ হবার জন্য কিছুক্ষন ভোট বন্ধ থাকে।পরবর্তীতে কিছুক্ষন বন্ধ থাকে।পরে তা ঠিক করে নেবার পর ভোটগ্রহণ আবার শুরু হয়ে যায়। মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার বলেন কালিয়াগঞ্জে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবার জন্য তিনি ভোট দাতাদের অভিনন্দন জানান।বিজেপি প্রার্থী সৌমেন রায় বলেন এত শান্তিপূর্ণ নির্বাচন সারা রাজ্যে কোথাও হয়েছে বলে আমার মনে হয়না।জনতা জনার্দন দের তিনি অভিনন্দন জানান।কালিয়াগঞ্জে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৩-৪৮ শতাংশ।আশা করা হচ্ছে সন্ধ্যা ৬ ট পর্যন্ত শতকরা ভোটের হার ছেড়ে যেতে পারে ৯০শতাংশের কাছাকাছি।