ভোট শেষ হতে না হতেই চাঞ্চল্য এলাকায়।চোপড়ার মিস্রীগছ এলাকায় দুষ্কৃতীদের হামলায় তিন জন আহত
1 min readভোট শেষ হতে না হতেই চাঞ্চল্য এলাকায়।চোপড়ার মিস্রীগছ এলাকায় দুষ্কৃতীদের হামলায় তিন জন আহত
ভোট শেষ হতে না হতেই চাঞ্চল্য এলাকায়।চোপড়ার মিস্রীগছ এলাকায় দুষ্কৃতীদের হামলায় তিন জন আহত হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে চোপড়ার ন্যাঙটাগছ ১৬৬ নম্বর বুথের এজেন্ট রহমানের দাদা বোন বোদি আহত হয়েছেন। বিজেপি এজেন্টের বৌদি, বোন গুলিবিদ্ধ বৌদির নাম – রবেকা খাতুন বোন- নুরেসা খাতুন দাদার
নাম তমিজুদ্দিন রহমানের ।সবার পায়ে গুলি লেগেছে। তাদের বাড়ি চোপড়া গ্রাম পঞ্চায়েতের মিছরিগছে ঘটনা । ঘটনার পরচোপড়ার বিজেপি প্রার্থী শাহিন আক্তার অভিযোগ করে বলেন ভোট শেষে তৃণমূল কংগ্রেস এলাকায় সন্ত্রাস সারানোর জন্য বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে যেসব এলাকায় তৃণমূল কংগ্রেস কিছু করতে পারেনি তার বদলা হিসাবে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।
তিনি আরো অভিযোগ করেন তারা এই ঘটনার জন্য পুলিশ থানা না আসতে পারেন তার জন্য বিজেপি পার্টি অফিসে ও হামলার চেষ্টা করা হয়েছিল এবং থানার সামনে ব্লক করার চেষ্টা করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন তারা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন পুলিশ প্রশাসন সঠিক পদক্ষেপ না নিলে তারা পথ অবরোধ করতে বাধ্য হবেন।