January 12, 2025

রাত পোহালেই ভোট উৎসব,কালিয়াগঞ্জের মনমোহন বালিকা বিদ্যালয়কে মডেল ভোট কেন্দ্রকে হিসেবে ব্যবহার হবে

1 min read

রাত পোহালেই ভোট উৎসব,কালিয়াগঞ্জের মনমোহন বালিকা বিদ্যালয়কে মডেল ভোট কেন্দ্রকে হিসেবে ব্যবহার হবে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২১,এপ্রিল:রাত পোহালেই বৃহস্পতিবার ষষ্ঠ দফা ভোট উৎসব অন্যান্য জেলার সাথে উত্তর দিনাজপুর জেলাতেও শুরু হল।জেলার কালিয়াগঞ্জ শহরের মনমোহন বালিকা বিদ্যালয় এবং মিলন ময়ী বালিকা বিদ্যালয়ের দুটি করে চারটি বুথ মহিলাদের দ্বারা পরিচালিত মডেল বুথ হিসাবে সেখানে ভোট নেওয়া হবে।মডেল বুথে নির্বাচন কমিশন দ্বারা নির্দেশিত সমস্ত আচরণ বিধি মেনে ভোট নেবার ব্যবস্থা করা হয়েছে।অন্যান্য ভোট কেন্দ্রের চেযে এই মডেল মহিলাদের বুথে কিছু বাড়তি সুবিধা দেওয়া হয়েছে ভোটারদের জন্য।

যেমন কোন মহিলা তার কোলের শিশুকে নিয়ে ভোট দিতে গেলে তার শিশুকে রাখবার জন্য আলাদা মহিলা ভোট কর্মী থাকবে। মহিলা ভোট কর্মীরা সেই মহিলার ভোট না দেওয়া পর্যন্ত তার শিশুকে নিয়ে খেলনা সহযোগে শিশুকে যত্ন করে রাখবে বলে জানান কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা। তিনি বলেন বৃদ্ধা মহিলারা যারা ভোট দিতে যাবেন তাদের কিছু অংশের

ভোটারদের জন্য চেয়ারের ব্যবস্থা থাকবে।থাকবে হুইল চেয়ারের ব্যবস্থা।সবসময়ের জন্য সেনেটাইজারের ব্যবস্থ্যা,থাকবে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থ্যা।কালিয়াগঞ্জে যে মডেল বুথে ভোট নেওয়া হবে তার বুথ নম্বর যথাক্রমে ৬৯,৬৯(এ) এবং ৭০ ও ৭১ নম্বর কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয় এবং কালিয়াগঞ্জ মিলনময়ী উচ্চ বালিকা বিদ্যালয়।মডেল বুথ হবার কারনে সেই বুথগুলি ভোটারদের আকর্ষণ করবার জন্য নানাভাবে সাজানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *