January 12, 2025

হুগলীর বাঁশবেড়িয়ার সাহাগজ্ঞে মা অন্নপূর্ণা চ‍্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে তিনদিন ব‍্যাপী নবম বার্ষিক গুনীজন সংবর্দ্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্নপূর্ণা পূজা

1 min read

হুগলীর বাঁশবেড়িয়ার সাহাগজ্ঞে মা অন্নপূর্ণা চ‍্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে তিনদিন ব‍্যাপী নবম বার্ষিক গুনীজন সংবর্দ্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্নপূর্ণা পূজা

কৌশিক ঘোষ,হুগলীঃ হুগলীর বাঁশবেড়িয়ার সাহাগজ্ঞ বয়েস ক্লাব প্রাঙ্গণে মা অন্নপূর্ণা চ‍্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ২০থেকে ২২এপ্রিল পর্যন্ত তিনদিন ব‍্যাপি অন্নপূর্ণা পূজা উপলক্ষে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ১০০জন গুনী ও কৃতি ব‍্যক্তিত্বদের সংবর্দ্ধনাজ্ঞাপন,দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।মা অন্নপূর্ণা চ‍্যারিটেবল ট্রাস্টের কর্নধার সমাজসেবী পার্থ দত্ত জানান সারা বছরই তারা নানা

সমাজসেবা মূলক অনুষ্ঠান যেমন থ‍্যালাসেমিয়া রুগীদের জন‍্য রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষুপরীক্ষা শিবির, বস্ত্র বিতরণ শিবির তারা করে থাকেন।মা অন্নপূর্ণা পূজা উপলক্ষে এই তিনদিন ব‍্যাপী গুনীজন সংবর্দ্ধনাজ্ঞাপন,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তারা করেন। এই অনুষ্ঠানে অভিনেতা নির্দেশক বিমল চক্রবর্তী, মা অন্নপূর্ণা চ‍্যারিটেবল ট্রাস্টের কর্নধার সমাজসেবী পার্থ দত্ত, রোটারী ক্লাব কোলকাতা গ‍্যালাক্সির কর্নধার সমাজসেবী ডাঃ অরুন কুমার, ইউনাইটেড ফিনান্সিয়াল সোসাইটি অব ইন্ডিয়ার আহ্বায়ক সমাজসেবী ডাঃ পিকে মন্ডল, সমাজসেবী পার্থ কর চৌধুরী, অর্নির্বাণ নন্দী সহ বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। তিনদিন ব‍্যাপি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও পরিবেশিত হবে। অতিমারী পরিস্থিতিতে উপস্থিত সকল বিশিষ্ট ব‍্যক্তিবর্গরা করোনা বিধি মেনে চলা,মাস্ক পড়া,স‍্যানিটাইজারের ব‍্যবহার সহ বিভিন্ন বিষয়ে উপস্থিত জনতাকে সতর্কতা অবলম্বন করা ও সচেতন হবার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *