December 28, 2024

রায়গঞ্জ পুরসভা বড়দিন ও স্বামীজি বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে কার্নিভালের আয়োজন করছে

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা বড়দিন ও স্বামীজি বিবেকানন্দের
জন্মদিবস উপলক্ষে কার্নিভালের আয়োজন করছে । ২৫ ডিসেম্বর বড়দিনে রায়গঞ্জ শহরের
ক্যারিটাস চার্চ এলাকা এবং ১২ জানুয়ারি স্বামীজির জন্মদিবসে বিদ্রোহী মোড় থেকে
ফোয়ারা মোড় পর্যন্ত এলাকা নানা বর্ণের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে। রায়গঞ্জ
পুরসভাতেও বড়দিন পালন করা হবে। ক্যারিটাস এলাকায় বড়দিন উপলক্ষ্যে ঘুরে বেড়াবে
সান্তাক্লজ। স্বামীজির জন্মদিবস উদ্যাপনের অঙ্গ হিসাবে তিন দিন ব্যাপী ফুটবল
প্রতিযোগিতা হবে। রায়গঞ্জ স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্ট হবে। মঙ্গলবার এই দুই
অনুষ্ঠানকে কেন্দ্র করে রায়গঞ্জ পুরসভায় বোর্ড অব কাউন্সিলারদের বিশেষ বৈঠক হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সেখানেই এই কার্নিভালের সিদ্ধান্ত হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে রায়গঞ্জ পুরসভার
চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস
, পুরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের অরিন্দম সরকার ও
বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন।
 
পুরসভার চেয়ারম্যান সন্দীপ
বিশ্বাস বলেন
, বড়দিন তথা যিশুখিস্ট্রের জন্মদিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর
ক্যারিটাস চার্চ এলাকা ও স্বামীজির জন্মদিন উপলক্ষে গান্ধী মূর্তি থেকে ঠাকুর
পঞ্চাননের মূর্তি এলাকাকে সাজিয়ে তুলে কার্নিভাল পালন করা হবে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



স্বামীজির জন্ম
দিবসে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বড়দিনে শহরের সুপার মার্কেট এলাকা থেকে অশোকপল্লি মোড় এলাকাকে
আলোকমালায় সাজিয়ে তোলা হবে। সেখানে সান্তাক্লজ ছোটদের মধ্যে চকোলেটও উপহার
দেবে। প্রতি বছরই ওই এলাকায় বড়দিন উদযাপন করতে বহু মানুষ আসে। এছাড়াও রায়গঞ্জের
মিরুয়াল এলাকার চার্চেও প্রচুর মানুষের সমাগম হয়। এবার ক্যারিটাস চার্চ এলাকাটি
রায়গঞ্জ পুরসভার উদ্যোগে সাজিয়ে তোলা হলে আরও বহু মানুষ এখানেও আসবেন বলে পুরসভা
মনে করছে। ওইদিন সকালে প্রথমে পুরসভায় বড়দিন পালন করা হবে। সেখানে পুরসভার শ্রমিক
কর্মচারীদের উপস্থিতিতে কেক কাটা হবে। সেই সঙ্গে বাঙালি রীতি মেনে থাকবে পায়েস।
এদিকে ১২ জানুয়ারি স্বামীজি
বিবেকানন্দের জন্মদিবস ঘিরে রায়গঞ্জ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা
হবে। এই ফুটবল প্রতিযোগীতা আয়োজনের ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা
সহায়তা করবে। ১২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। জেলার যে
কোনও এলাকার ফুটবল টিম এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবে। পাশাপাশি স্বামীজির ছবি
আঁকার প্রতিযোগিতা হবে। সেই সঙ্গে স্বামীজি সাজার প্রতিযোগিতা হবে। ১৪ জানুয়ারি
এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে
, ওইদিন স্বামীজির
প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এছাড়াও দিনটিতে পুরসভার পক্ষ থেকে স্বামীজির বাণী
বিভিন্ন ভাবে প্রচার করা হবে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..