December 28, 2024

কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শশী কাপুর, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল

1 min read

অভিনব উদ্যোগ হাতে নিয়েছে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল ক্যাম্পাস
পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষ । বিখ্যাত হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতাদের সংলাপকে
অনুকরণ করে চারিদিকে ব্যানার ঝোলানো হয়েছে। শশী কাপুর
, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল অভিনীত
একাধিক বহুল প্রদর্শিত জনপ্রিয় সিনেমার সংলাপ অনুকরণে দেওয়ালে
, দেওয়ালে ব্যানার
লাগানো হয়েছে। কর্তৃপক্ষের আশা
, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ওই সব সংলাপ নিশ্চয়ই কাজে
দেবে। এরপরেও কেউ ক্যাম্পাসে পান
, গুটখার পিক, থুতু ফেললে কিংবা নোংরা করলে হাসপাতাল কর্তৃপক্ষ জরিমানার পথে
হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



কুশমণ্ডি ব্লকের সমাজসেবী সৌরভ রায় বলেন, জেলার ভেতর
কুশমণ্ডি ব্লক হাসপাতাল হিন্দি সিনেমার সংলাপ অনুকরণে সচেতনতামূলক প্রচার শুরু
করছে। এটা ক্রমেই ফলপ্রসূ হচ্ছে। অনেকেই এখন আর পান
, গুটখার পিক, থুতু ফেলছেন না।
আশা করি
, ধীরে ধীরে
বাকিরাও এবিষয়ে সচেতন হবেন। জেলার অন্যান্য হাসপাতালকেও দ্রুত এমন উদ্যোগ নেওয়া
দরকার।
 
দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য অধিকারিক অশোক
বিশ্বাস বলেন
, জেলার মধ্যে বরাবরই কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল নতুনত্ব উদ্যোগ
নিয়ে থাকে। এমন প্রচারের মাধ্যমে খুব সহজেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা
যায়। কুশমণ্ডি গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে
উদ্যোগ নিয়েছে জেলার বাকি ব্লক হাসপাতালগুলিকে একই উদ্যোগ নিতে বলা হয়েছে।
সম্প্রতি বৈঠক করে এটা আমরা জানিয়েছি। জেলা ও মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল
কর্তৃপক্ষকেও হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একই নির্দেশ দেওয়া
হয়েছে।
কুশমণ্ডির বিএমওএইচ অমিত দাস বলেন, মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুশ্রী প্রকল্পে হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে এমন
উদ্যোগ আমরা নিয়েছি। সচেতনতামূলক ব্যানার ক্যাম্পাসজুড়ে লাগানো হয়েছে। যেহেতু
সিনেমার সংলাপ অনুকরণে লেখা তাই তা সকলেরই দৃষ্টি আকর্ষণ করছে। জেলার মধ্যে
কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালেই প্রথম এমন উদ্যোগ নিয়েছে। এটা সাধারণ মানুষের মনে খুব
সহজেই আঁচর কাটছে।
 হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, রোগীর পরিজনদের
সচেতনতার অভাবের কারণে হাসপাতালে যত্রতত্র তাঁরা নোংরা করছে। নিজেদের অজ্ঞতাবশেই
অনেকে পান
, গুটখার পিক দেওয়ালে ফেলছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। সেজন্য
হাসপাতালে আসা রোগীর ও তাঁদের পরিজনদের দৃষ্টি আকর্ষণ করতে এমন অভিনব কায়দাতে
প্রচার চালানো হচ্ছে।
 কুশমণ্ডি গ্রামীণ হাসপাতলে ঢোকার মুখেই বড় বড় ব্যানারে হিন্দি
সিনেমার অভিনেতা অভিনেত্রীর সংলাপ অনুকরণ ব্যানার ঝুলছে। ক্যাম্পাসে ঢুকতেই চোখে
পড়বে শশী কাপুর ও অমিতাভ বচ্চনের দিওয়ার সিনেমার সংলাপ অনুকরণে
আমার কাছে
হাসপাতাল আছে
, ডাক্তার আছে, নার্স আছে, তোমার কাছে কী আছে?’
উত্তরে লেখা আছে আমার মুখে পান
আছে।
তারপরের সংলাপ, ‘কিন্তু এই
হাসপাতালে থুতু ফেলো না।
পাশেই শাহরুখ-কাজল অভিনীত দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবির
সংলাপ
যা সীমরণ যা, ভালো হয়ে গেলে
হাসপাতাল থেকে বাড়ি চলে যা। কিন্তু হাসপাতালটা পরিষ্কার রেখে যা।
একইসঙ্গে শোলে
সিনেমার গব্বর সিংয়ের সেই বিখ্যাত সংলাপের অনুকরণে
, ‘আরে ও শ্যামা
হাসপাতালে নোংরা করার জন্য সরকার কত জরিমানা রেখেছে
? পুরো ২০০ টাকা
সর্দার।
আনন্দ সিনেমায়
রাজেশ খান্নার বিখ্যাত সংলাপ
, ‘বাবুমশাই কে যে কোথায় কখন নোংরা করবে কেউ জানে না। তাই সবসময়
খেয়াল রাখ।
এই ধরনের একাধিক সংলাপের ব্যানার হাসপাতাল চত্বরে লাগানো হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..