January 12, 2025

ভিক্ষে নয় আমাকে ঋণ দিন -মমতা

1 min read

ভিক্ষে নয় আমাকে ঋণ দিন -মমতা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ১৯ এপ্রিল:” ভিক্ষে নয়, চাইছি ঋন, তৃনমূল কে ভোট দিন “উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধান সভার অন্তর্গত চান্দলের এক জনসভায় সাধারন মানুষের কাছে এসে এমন ভাবেই ভোট প্রার্থনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চান্দলে ৯ টি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থীদের সাথে কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রের প্রার্থী তপন দেবসিংহকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন,

ভিক্ষে নয় ঋন চাই, তৃনমূল কংগ্রেসকে ভোট দিয়ে আবারও তৃনমূল কংগ্রেসের সরকার গড়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলে বিজেপি বহিরাগদের নিয়ে এসে টাকা ছড়ানোর পাশাপাশি এই রাজ্যে কোভিড ছড়াচ্ছে। বিজেপির সাথে জোট বেঁধে নির্বাচন কমিশন ভোট একদিনে করল না। মোদীজীর ২৩ তারীখে এরাজ্যে জনসভা আছে সেজন্যই কমিশন এই কাজ করছে। তৃনমূল কংগ্রেসকে ভোট দিয়ে দুয়ারে রেশন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ভাতা এবং কৃষকদের প্রতি একর ১০ হাজার টাকা করে প্রদানের কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী । তিনি একটি ভোটও বিজেপিকে নয়৷বিজেপি বাঙলাকে গুজরাট বানাতে চায় তা সময় কোনভাবেই দেবনা।মুখ্যমন্ত্রী বলেন বিজেপি হটাও বাংলা বাঁচাও বলে নিজেই স্লোগান তোলেন।তিনি বলেন সিপিআইএম এর হার্মাদ বাহিনী বিজেপিতে গিয়ে বড় ওস্তাদ হয়েছে। তৃণমূল সুপ্রিমো একটি ফুটবল নিয়ে খেলা হবে খেলা হবে বলে ফুটবল নিয়ে ছুড়ে দেন একটি স্কুলের ছাত্রকে।তৃনমুল নেত্রী বলেন সারা ভারতবর্ষে বাংলার একমাত্র সরকার এই রাজ্যের মানুষদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে।তাই এই সরকারকে না জেতালে বাংলা শেষ হয়ে যাবে এবং বাংলার সব প্রকল্প বন্ধ করে দেবে বিজেপির সরকার যদি আসে বাঙলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *