January 12, 2025

এক মারূতি গাড়ি থেকে বিজেপি তিন দুসস্কৃতি সহ দুটি বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্যকর ছড়িয়েছে ইটাহারে

1 min read

এক মারূতি গাড়ি থেকে বিজেপি তিন দুসস্কৃতি সহ দুটি বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্যকর ছড়িয়েছে ইটাহারে

ইটাহার: এক মারূতি গাড়ি থেকে বিজেপি তিন দুসস্কৃতি সহ দুটি বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্যকর ছড়িয়েছে ইটাহারে। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে ইটাহার থানার সুরুন দুই অঞ্চলের গোটবাড়ি মোর এলাকায় একটি মারুতি গাড়িতে করে চালক সহ দুই যুবক গোটবাড়ি এলাকায় গেলে এলাকার বাসিন্দারা ও এলাকার তৃনমূল কংগ্রেস নেতৃত্ব আসলাম আলির নজরে পরলে গাড়ি আটক করতে চালক মোর্তুজ আলি পালিয়ে গেলেও কাজল শেখ ও আব্দুল হানিফ আটক করলে। দেখেন গাড়িতে দুটো হাত বোমা রয়েছে এর পরী অভিযুক্ত দের মারধর ও মারুতি গাড়ি টি ভাংচুর করে বলে জানান

তৃনমূল কংগ্রেস নেতৃত্ব আসলাম আলি, অবিলম্বে এই ধরনের ঘটনা বন্ধ করেতে হবে নিবা’চন কমিশন কে, কেননা এই বিজেপির দুসস্কৃতিরা এর আগেও ইটাহারে আমাদের কমি’দের বাড়িতে বোমা মারে তাই দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। যদিও তৃনমূলের আনা অভিযোগ কে ভিত্তিহীন অভিযোগ বলে জানান ইটাহারের বিজেপি পাথী’অমিত কুমার কুন্ডু তিনি বলেন তৃনমূলের নাটক ঘটনা কেননা যে রাত্রি দেরটা নাগাদ যদি ঘটনা ঘটে থাকে তাহলে তৃনমূলের

নেতৃত্ব আসলাম আলি ও তার অনুগামীরা অত রাতে কি করছিল, আসলাম আলির ওখানে থাকার কথা নয় ওনার বাড়ি রায়গঞ্জ ফলে নিজেরাই ঘটনা ঘটিয়ে তিনটি মুসলিম যুবককে মিথ্যা অভিযোগে ফাসিয়ে দিল, বিজেপি কখনো বোমা নিয়ে রাজনীতি করে না, বিজেপি অনেক ভোট বেড়ে যাওয়ায় কারনে, তারা হেরে গেছে বলে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তৃনমূলের দুসস্কৃতিদের দ্বারা বরন আমাদের বিজেপি কমি’দের মারধর খেতে হচ্ছে বিভিন্ন এলাকায়, তবে যতই ভয় দেখাক আমরাই জিতছি। যদিও ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ অভিযুক্ত দের আটক করে আনলেও, মঙ্গলবার দুপুর নাগাদ বোমা উদ্ধার ও মারুতি গাড়ি আটক করে থানায় নিয়ে আসে ইটাহার থানার পুলিশ, পুলিশ সুত্রে জানা গেছে অভিযুক্ত যুবকদের বাড়ি ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলে দুই জনের ও সুরুন দুই অঞ্চলে বাড়ি এক জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *