January 12, 2025

ভোটের দিন এগিয়ে আসছে। বার ঘন্টা তৎপর মিডিয়া সেল

1 min read

ভোটের দিন এগিয়ে আসছে। বার ঘন্টা তৎপর মিডিয়া সেল

তুহিন শুভ্র মন্ডল: সকাল সাড়ে নয়টা থেকে রাত সাড়ে নয়টা। বার ঘন্টা ধরে তৎপর দক্ষিণ দিনাজপুর জেলার মিডিয়া সেল। বালুরঘাটে কালেক্টরেট ক‍্যাম্পাসে পুরোন কনফারেন্স রুমেই তৈরি হয়েছে মিডিয়া সেল। গতকাল রাত সাড়ে আটটাতেও খোলা মিডিয়া সেল। সেখানে গিয়ে জেলা তথ‍্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক -কর্মীরা তখনও সতর্ক নজর রেখে চলেছেন মিডিয়া সেলের ছয়টি টিভিতে।

দশটিরও বেশি কাগজে দক্ষিণ দিনাজপুর জেলার ভোট সম্পর্কে কোথায় কি লেখা হচ্ছে সেটাও দেখে চলেছেন তারা। আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে কিনা তাও নজর রেখে প্রতিদিনের ফাইলিং করে তা তৎক্ষনাৎ কমপ্লেন মনিটরিং সেল ও এম সি সি(মডেল কোড অব কন্ডাক্ট) মনিটরিং সেলে পাঠিয়ে দিচ্ছেন। এছাড়াও একটি ইউনিট থেকে নিয়মিত নজরদারী রাখা হচ্ছে রাজনৈতিক দলগুলির বা প্রার্থীদের সোস‍্যাল মিডিয়া পেজে।এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মিডিয়া সেলের দায়িত্বে থাকা দক্ষিণ দিনাজপুর জেলার তথ‍্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী জানান ‘এই মাসের একদম প্রথম থেকে মিডিয়া সেল একদম সক্রিয়।প্রতিদিন বার ঘন্টা করে আমরা সতর্ক নজর রেখে চলছি এবং প্রয়োজন মনে করলে কোন খবরের অংশ পাঠিয়ে দিচ্ছি সি এম সি ও এম সি সি মনিটরিং সেলে।’সারাদিন শেষে শহর ও জেলার ভোট আলোচনার আড্ডা বাড়িমুখো হলেও মিডিয়া সেলের আলো তখনও জ্বলছে। কেননা ভিতরে যে আধিকারিক সহ আট-দশ জন কর্মী মনোযোগী
গনতন্ত্র রক্ষার দায়িত্ব পালনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *