January 12, 2025

বিজেপি ও তৃণমূলের খেলার মাঝখানে বাংলায় যাতে আসল শান্তি ফিরে আসে সেটাই বাংলার মানুষ চাইছে বললেন দীপা দাশমুন্সি

1 min read

বিজেপি ও তৃণমূলের খেলার মাঝখানে বাংলায় যাতে আসল শান্তি ফিরে আসে সেটাই বাংলার মানুষ চাইছে বললেন দীপা দাশমুন্সি

বর্তমানের কথা বিজেপি ও তৃণমূলের খেলার মাঝখানে বাংলায় যাতে আসল শান্তি ফিরে আসে সেটাই বাংলার মানুষ চাইছে। আজ উত্তর দিনাজপুর জেলার মালগাও তে সংযুক্ত মোর্চার কংগ্রেস সমর্থিত প্রার্থী প্রভাস সরকারের হয়ে এক জনসভার পর সাংবাদিকদের কাছে মন্তব্য করতে গিয়ে কথা বলেন জাতীয় কংগ্রেসের নেত্রী দীপা দাশমুন্সি। তিনি বলেন যেভাবে মানুষ বিজেপি ও তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তাতে তারা খুবই আশাবাদী এবার বিধানসভা নির্বাচনে সংযুক্ত মুদ্রা খুব ভালো কল করবে। তিনি বলেন তারা চান এখানকার মানুষ কাজ পাক ।

কাউকে যাতে আর বাইরে যেতে না হয় কাজ করতে। দীপা দাশমুন্সি এদিন বলেন তৃণমূল বনাম বিজেপির যে সন্ত্রাস রাজ্যে চলছে তাতে মানুষ খুবই বিতশ্রদ্ধ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উস্কানি মূলক মন্তব্যের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি হচ্ছে। এই ধরনের উস্কানি মন্তব্য অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে তিনি মনে করেন। অপরদিকে তিনি বলেন নির্বাচন কমিশন এর নির্দেশ কে তারা সবসময় মান্যতা দিয়ে আসেন। আগামীতে তারা মান্যতা দিবে। দীপা দাশমুন্সি বলেন এবার ভোটে কোন কোন জায়গায় কেন্দ্রীয় বাহিনী পক্ষপাত দুষ্ট আচরণ করছে যা কখনোই কাম্য নয়। দীপা দাশমুন্সি এদিন বলেন করোনা র প্রকোপ যেভাবে বেড়ে যাচ্ছে তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার।

কারণ তাদের কোন প্ল্যান মাফিক নীতি নেই। যার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। দীপা দাশমুন্সি এদিন সকলের উদ্দেশ্যে বলেন করণা থেকে বাঁচতে হলে অবিলম্বে সকলকে সর্তকতা অবলম্বন করতে হবে। মুখে মাক্স পড়তে হবে বারেবারে হাত ধুতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *