January 12, 2025

করোনার আবহে পরীক্ষা বাতিল যদি হতে পারে তাহলে নির্বাচনী প্রচার জনগনের শ্বার্থে নির্বাচন কমিশনের বন্ধ করে দেওয়া উচিৎ জনগন বলছে

1 min read

করোনার আবহে পরীক্ষা বাতিল যদি হতে পারে তাহলে নির্বাচনী প্রচার জনগনের শ্বার্থে নির্বাচন কমিশনের বন্ধ করে দেওয়া উচিৎ জনগন বলছে

 

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪,এপ্রিল:রাজ্যে চতুর্থ দফা নির্বাচন সম্পন্ন হয়ে গেছে।বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দীর্ঘদিন ধরেই প্রচার কার্য্য চালিয়ে আসছে।করোনার হার যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে দেশের লক্ষ লক্ষ মানুষদের নিয়ে যে ভাবে নির্বাচনী মিছিল মিটিং জনসভা করা হচ্ছে তাতে করে শুধু সিবিএসসির পরীক্ষা বন্ধ করে কোন উপকারে আসবেনা।সাধারণ মানুষের মতে নির্বাচনী প্রচার বন্ধ করলে করোনার হাত থেকে অনেকেই রক্ষা পেতে পারে।নির্বাচনী প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একে অপরকে কুরুচিপূর্ণ কথার ফুলঝুরি শোনালেও কোন দলের রাজনৈতিক নেতৃত্বদের এক বারের জন্যেও বলতে শোনা যায়না করোনা সম্পর্কে সাবধানতার কোন কথা।জনগণের বক্তব্য,

রাজনৈতিক দলগুলি মহামারী করোনা নিয়ে মাঝে মধ্যে কুমিরের কান্নার মত ভাব প্রকাশ করলেও করোনা মহামারিতে সাধারণ মানুষের ক্ষতি হলেও তাদের প্রয়োজন রাজপাট।তাই নির্বাচন কমিশনই একমাত্র পারে ভোটের প্রয়োজনের চেয়ে মানুষের প্রাণ সর্বাগ্রে।তাই শান্তিপূর্ণ ভাবে বাকি দফার নির্বাচন হোক প্রচার ছাড়াই।কেননা রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতির এতোবার মিছিল,মিটিং ও জনসভায় বলেছেন তাতে করে জনতা জনার্দন খুব ভালো করেই সব দলের বক্তব্য শুনে নিজেরা মন স্থির করে ফেলেছেন।তাদের জনসভায় গিয়ে আর কি নুতন করে শোনার আছে কি?তাই লক্ষ লক্ষ মানুষের শ্বার্থে নির্বাচনী প্রচার বন্ধ করার উদ্যোগ গ্রহণ করুক নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *