বড়দিন/ সুকুমার বাড়ই
সুকুমার বাড়ুই পেশায় ইটাহার মেঘনাথ কলেজের অধ্যাপক কিন্তূ নেশায় ষোলো আনা একজন সংস্কৃতি প্রেমী মানুষ।যেখানেই সংস্কৃতি সেখানেই তার অবাধ বিচরণ।সাথে কবিতা ও ছোট গল্প লিখা তার প্রাত্যহিক কাজের একটি অঙ্গ।আজকে বর্তমানের কথার পোর্টালে তার লিখা কবিতা বড়দিন প্রকাশ হল আপনাদের জন্য।
বড় দিনে মজা ভারি
কেকযে থাকে সারি সারি।
বিকেল বেলায় চার্চে যাওয়া
জম্পেশ সে খাওয়া দাওয়া।
কেউবা যায় বনভোজনে
মেতে ওঠে বড় দিনে।
খ্রীষ্টমাস গাছ হাসছে আজ
খুকিরা সব করছে সাজ।
মেরি মায়ের জীবন কথা
দেওয়ালে যে আছে লেখা।
চারিদিকে আলোর খেলা
জেগে ওঠে ছেলে বেলা।
স্যান্টা ক্লজের উপহারে
শিশুদের যায় মনটি ভরে।
যিশুর কথা শিশুর মুখে
বছর কাটুক সবার সুখে।