তৃণমূলের মহিলা সমাবেশের জন্য বিজেপির ফেস্টুন ও পতাকা ছিড়ে ফেলার অভিযোগ আনলো বিজেপি
1 min read
তপন চক্রবর্তী--বিজেপির উত্থানে শাসক তৃণমূল কংগ্রেস ভীত হয়ে পড়ছে।এখন শুরু করে দিয়েছে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার মত কাজ।ভারতীয় জনতা যুব মোর্চার কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি অভিজিৎ দে সরকার কালিয়াগঞ্জ শহর তৃণমূলের সদস্যদের কটাক্ষ করে তিনি বলেন এসব ছিঁড়ে দিয়ে বিজেপি দলকে থামানো যাবেনা বা ভোট বাক্সে ভোট ব্যাংক বাড়ানো যাবেনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তৃণমূলের দিদি আসবেন আর কালিয়াগঞ্জে বিজেপির ব্যানার থাকবে এটা কি করে হয়?এসব দেখে যদি আবার কারো পদ চলে যায় তাহলে তো বিপদ।অভিজিৎ দে সরকার বলেন তারা এর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।পুলিশ নিরপেক্ষ ভাবে যদি তদন্ত করে তাহলে কে এসব করতে পারে নিশ্চয় বুঝতে অসুবিধা হবেনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপি নেতা গৌরাঙ্গ দাশ বলেন তৃণমূলের পুলিশ যদি এ ব্যাপারে তদন্ত না করে তাহলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান।যদিও তৃণমূল দলের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপির এসব বানানো কথা মাত্র।তৃণমূল এই সব কাজের সাথে কোন ভাবেই যুক্ত নয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});