দিদিমণি সব সময় মিথ্যা কথা বলেন বললেন দিলীপ ঘোষ
1 min read
তন্ময় চক্রবত্তী ,উত্তর দিনাজপুর :- রাজ্যের মুখ্যমন্ত্রী রোজই একটি একটি করে মিথ্যা কথা বলেন ।দিদিমণি সব সময় মিথ্যা কথা বলেন আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের চন্ডি তলায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাংবাদিক সম্মেলনে করছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ছবি শঙ্কর গুপ্তা |
তিনি বলেন
রাজ্যের মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছে কেন্দ্র থেকে নাকি ফসল বীমা যোজনা সহ আরও বিভিন্ন
খাতে ঠিকঠাকভাবে কোন টাকা পয়সা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার কিন্তু সেটা ডাহা মিথ্যা
কথা প্রতিটা পরিকল্পনাতেই কেন্দ্র সরকার তার বরাদ্দকৃত অর্থ রাজ্য সরকারকে দিচ্ছে সঠিক সময়। আর এইসব সত্য কথা তিনি চেপে রেখে মানুষকে মিথ্যা বুঝিয়ে সস্তা রাজনীতি করছেন ।
রাজ্যের মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছে কেন্দ্র থেকে নাকি ফসল বীমা যোজনা সহ আরও বিভিন্ন
খাতে ঠিকঠাকভাবে কোন টাকা পয়সা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার কিন্তু সেটা ডাহা মিথ্যা
কথা প্রতিটা পরিকল্পনাতেই কেন্দ্র সরকার তার বরাদ্দকৃত অর্থ রাজ্য সরকারকে দিচ্ছে সঠিক সময়। আর এইসব সত্য কথা তিনি চেপে রেখে মানুষকে মিথ্যা বুঝিয়ে সস্তা রাজনীতি করছেন ।
দিলিপবাবু আরো বলেন, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহারের পরেই উত্তর দিনাজপুর সবচেয়ে সন্ত্রাস কবলিত জেলা। এখানে প্রশাসন বলে কিছু নেই। পুলিশ তোলা তুলছে৷ পঞ্চায়েত নির্বাচনে অবাধে গুলি বোমা চলেছে৷ এর বিরূদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিজেপির জেলা প্রেসিডেন্টকে দীর্ঘদিন জেলার বাইরে থাকতে হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যে ধান চাষ করেনি সে টাকা পাচ্ছে আর যে ধান চাষ করছে সে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে৷ আজ পর্যন্ত সবচেয়ে বেশি সহায়ক মূল্য দিচ্ছে মোদি সরকার৷ রাজ্য সরকারের ব্যার্থতার জন্য চাষীরা টাকা পাচ্ছেনা৷ দালাল চক্রের হাতে পরে সর্বস্বান্ত চাষীরা।কন্যাশ্রীরা খুন হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। এরাজ্যের মহিলারা সবচেয়ে অসুরক্ষিত। ব্যার্থতাকে ঢাকতেই ক্ষতিপূরণ দিয়ে মুখবন্ধ করতে চাইছে মুখ্যমন্ত্রী। দারিভিট স্কুলে ছাত্র ছাত্রীরা বাংলা বিশয়ের শিক্ষক চেয়ে উর্দু বিশয়ের শিক্ষক পাচ্ছে৷ টেটের রেজাল্ট বেড়হচ্ছেনা। এরাজ্যে পড়াশোনা, চাকরি সবকিছুতেই টাকা দিতে হচ্ছে৷
অনাহারে আট জন সবর জাতির মানুষ মারা যাচ্ছে, আর দিদি বলছে কিছুই হয়নি৷ শুভেন্দু অধিকারিকে দারিভিটে ঢুকতে দিচ্ছেনা গ্রামবাসিরা। এরাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করছে বিজেপি৷তিনি আরও বলেন সারা বাংলায় যখন বিজেপি কর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নেমেছে ঠিক তখন শাসক দলের মদতে পুলিশকর্মীরা বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠাচ্ছে । তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখন দিশেহারা হয়ে পড়েছেন তাই তিনি নানান জায়গায় মিথ্যা কথা বলছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিজেপির রথ সারাবাংলা ব্যাপী বের হবার কথা ছিল। যা এখন আদালতের রায়ে আপাতত স্থগিত। তবে তিনি মনে করেন আদালতের প্রতি তাদের পূর্ণ আস্থা আছে এবং আদালত আগামী দিনে এই ব্যাপারে সঠিক বিচার করবে । তিনি বলেন বাংলার মানুষের কথা বলার অধিকার আছে প্রতিবাদ জানানোর ভাষা আছে তাই তারা মানুষের হয়ে পথে নামছেন সারা বাংলা জুড়ে বিজেপি কর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});