প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রে আজ কৌশল মেলার আয়োজন
1 min read
দেবাঞ্জলি চক্রবর্তী কলকাতা :- শীতের মরসুমে চারিদিকে যখন মেলার বৈচিত্র্য ঠিক তখনই কসবা দক্ষিণ কলকাতার প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রে আজ কৌশল মেলার আয়োজন করা হয়, মাননীয় ড: শ্রী নারুগোপাল বিশ্বাস ও শ্রীমতী মেঘনা ব্যানার্জী (সেন্টার ম্যানেজার) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রায় ১৫০ জন শিক্ষার্থী প্রোগ্রামে এসেছিল এবং শিক্ষার্থীরা তাদের কোর্সে আগ্রহী ছিল এবং শিল্পে চাকরী পেতে তারা যথেষ্ট আগ্রহী। প্রস্তাবিত কোর্সগুলি নিম্নোক্ত :
1. General Duty Assistant,
2. Pharmacy Assistant,
3. LED Light Repairing Technician,
4. Field technicianh computing & peripherals.
5. Customer care executive.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});