বিধানসভা নির্বাচনের আগে রাস্তায় কালিয়াগঞ্জ এ তৃণমূলের গোষ্ঠী কোন্দল । প্রশ্ন কালিয়াগঞ্জে তৃণমূলের যুব সভাপতি কি এবার পরিবর্তন হচ্ছে ?
1 min readবিধানসভা নির্বাচনের আগে রাস্তায় কালিয়াগঞ্জ এ তৃণমূলের গোষ্ঠী কোন্দল । প্রশ্ন কালিয়াগঞ্জে তৃণমূলের যুব সভাপতি কি এবার পরিবর্তন হচ্ছে ?
বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায় ঠিক তখন রাস্তায় নেমে এলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। স্বভাবতই হতবাক পথচলতি মানুষরা।তারা অনেকেই সেখানে দেখে যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যেই বাকবিতন্ডা চলছে দলীয় অফিস থেকে নেমে একেবারে রাস্তায়। কারণ হিসেবে জানা যায় কালিয়াগঞ্জ যুব তৃনমূলের সভাপতি বিভাস সাহা কে তার যুব তৃনমূলের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি চক্র কাজ করছে । আর সেই বিষয়ে জানাজানি হতেই বিভাস সাহার অনুগামীরা ক্ষোভে ফেটে পড়ে দলীয় কার্যালয়ের মধ্যে। শুধু এতেই তারা ক্ষান্ত থাকেনি তাদের ক্ষোভ বিক্ষোভ এসে উপরে পড়ে রাস্তার উপর। দলীয় নেতৃত্বের তীব্র প্রতিবাদ জানান বিভাস সাহার অনুগামীরা।তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে বিভাস সাহা অত্যন্ত দক্ষতার সাথে দলের একজন সক্রিয় কর্মী এবং দলের যুব সভাপতি থেকে দলের যুবকদের উদ্বুদ্ধ করে কালিয়াগঞ্জে তৃণমূলের যুবকদের মধ্যে একটা নূতন আলো দেখিয়েছিলে ন।কিন্তু আশ্চর্যজনক ভাবে দলীয় নেতৃত্ব সেই বিভাস সাহা কে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে। আর এতে আপত্তি বিভাস সাহার অনুগামীদের।
তারা আরো জানান এই ভাবে দলীয় নেতৃত্ব যদি অন্যায় ভাবে বিভাস সাহা কে তার পদ থেকে সরিয়ে দেয় তাহলে সামনের নির্বাচনে তৃণমূল যুব কংগ্রেসের অনেক কর্মী রাই বসে পড়বেন। এর পরিণাম অত্যন্ত খারাপ হবে। তৃণমূল যুব কংগ্রেসের এক কর্মী বিশ্বজিৎ রায় এবং স্নেহাশীষ ভট্টাচার্য্য বলেন নির্বাচনের আগে এই ধরনের দলীয় নেতৃত্বের কার্যকলাপ তারা কোনোভাবেই মেনে নিতে পারবেন না।
এদিকে যখন দলীয় নেতৃত্তের উপর বিভাস সাহার অনুগামীরা প্রতিবাদ জানাচ্ছিল রাস্তায় নেমে ঠিক তখন আশ্চর্যজনকভাবে কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ ও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দলীয় কার্যালয়ে মুখে কুলুপ এঁটে বসে থাকতে দেখা যায়। তাদের বক্তব্য সম্পূর্ণ দলের অভ্যন্তরীণ বিষয়। বাচ্চা বাচ্চা ছেলেরা এই ধরনের বাকবিতন্ডা করতেই পারে এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। তিনি পরিষ্কার জানিয়ে দেন দলের যুব সভাপতির পদ পদ পরিবর্তন হবে কিনা সেটা তাদের জানা নেই।
এদিকে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন কালিয়াগঞ্জ গোষ্ঠী কোন্দল তৃণমূলের মাথাচাড়া দিয়ে উঠছে। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর মধ্যে সম্পর্ক এখন এতটাই তিক্ততা হয়ে দাঁড়িয়েছে যে সামনে বিধানসভার নির্বাচনে শেষ পরিণতি এর কি হয় সেটাই এখন দেখার বিষয়। এমনিতেই সাধারণ মানুষের প্রশ্ন কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ তিনি যখন ভোটে দাড়িয়ে ছিলেন তখন কালিয়াগঞ্জ এর মানুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাত দফা। কিন্তু তার একটিও এখন অব্দি বাস্তবায়ন করতে পারেনি। তার উপর কালিয়াগঞ্জ এর উন্নয়নের কান্ডারী বলে পরিচিত কার্তিক চন্দ্র পাল তৃণমূল কংগ্রেস দল পরিবর্তন করে বিজেপিতে চলে যাওয়ায় তৃণমূল কংগ্রেস আরো সংকটে পড়ে যায়। এর উপর আবার তৃণমূলের যুব কংগ্রেসের কালিয়াগঞ্জ এর পদ নিয়ে নতুন করে গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দেওয়ায় নতুনভাবে আবারো তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জ এ সংকটে পড়ল। এখন এত সংকট কাটিয়ে কিভাবে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মাঠে খেলবে সামনাসামনি সেটাই এখন দেখার বিষয়।