গ্রিন সিটি মিশন প্রকল্পে কালিয়াগঞ্জের ছয়টি উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্য্যযায়নের কাজ শুরু
1 min readগ্রিন সিটি মিশন প্রকল্পে কালিয়াগঞ্জের ছয়টি উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্য্যযায়নের কাজ শুরু
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩ ফেব্রুয়ারী:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৬টি উচ্চ বিদ্যালয়ে গ্রিন সিটি প্রকল্পের কাজ শুরু হল কালিয়াগঞ্জ পৌর সভার উদ্দ্যোগে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায় বলেন ২০১৯-২০অর্থ বর্ষে মোট ৯০ লক্ষ টাকা খরচ করে শহরের মিলনময়ী উচ্চ বালিকা বিদ্যালয়, পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়,
মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়,সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় এবং জেলার মধ্যে একমাত্র গিন্নিদেবী উচ্চ বিদ্যালয় এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায় বলেন গ্রিন সিটির কাজ সম্পন্ন হলে রি ৬ টি বিদ্যালয়ের চেহারা সত্যি সত্যি চেহারা পাল্টে যাবে এবং পরিবেশ উন্নত হবে বলে তিনি মনে করেন।