January 13, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তহবিলে শ্মাশান চুল্লির কাজের সূচনা করা হল উত্তর দিনাজপুর জেলার করণদিঘীতে

1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তহবিলে শ্মাশান চুল্লির কাজের সূচনা করা হল উত্তর দিনাজপুর জেলার করণদিঘীতে

প্রদীপ সিনহা। করণদিঘি এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তহবিলে শ্মাশান চুল্লির কাজের সূচনা করা হল উত্তর দিনাজপুর জেলার করণদিঘীতে।

এদিন করণদিঘী ব্লকের আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের সন্তোষপাড়া গ্রামে নতুন শ্মাশান চুল্লির গ্রামের সাধারণ মানুষের উপস্থিতিতে শ্মাশান চুল্লির কাজের সূচনা করেন করণদিঘীর বিধায়ক মনোদেব সিনহা।বিগত দিনে গ্রামের মানুষ খোলা যায়গায় নিজেদের প্রিয়জনের শব দেহ সৎকার্য কারতো।ফলে সমস্যার মধ্যে পড়তে হতো গ্রামের মানুষদের।গ্রামের মানুষদের সমস্যার কথা চিন্তা করে বিধায়ক বিধায়ক তহবিলের প্রায় ২ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে এই শ্মাশান চুল্লির নির্মান কাজ হবে। এদিনের কর্মসূচিতে বিধায়ক সহ উপস্থিত ছিলেন স্যমুয়েল মার্ডি সহ, গ্ৰাম পঞ্চায়েত মেম্বার ও আলতাপুর অঞ্চলে কমিটি বিনয় সিংহ সহ অন্যানরা। বিধায়ক মনোদেব সিনহা বলেন, এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি ছিল নতুন শ্মাশান চুল্লির।মানুষের দাবি মেনে বিধায়ক তহবিলের অর্থ বরাদ্দে উন্নত মানের শ্মাশান চুল্লির কাজের উদ্ধোধন করা হলো আজ থেকে। তাতে কয়েকটি গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবে। সন্তোষপাড়া গ্রামে নতুন শ্মাশান চুল্লির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *