January 13, 2025

ক্রেতাদের শ্বার্থে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতি ক্রেতাদের নিয়ে সচেতনতা শিবির করবার প্রস্তাব-

1 min read

ক্রেতাদের শ্বার্থে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতি ক্রেতাদের নিয়ে সচেতনতা শিবির করবার প্রস্তাব-

পিঁয়া চক্রাবর্তী, কালিয়াগঞ্জ,২১ ফেব্রুয়ারী:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ক্রেতাদের প্রতিনিয়ত ঠকার হাত থেকে বাঁচাতে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতি রবিবার তাদের বার্ষিক সাধারণ সভায় ক্রেতাদের নিয়ে সচেতনতা শিবির করবার সিদ্ধান্ত গ্রহণ করলো।রবিবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাব ভবনে ক্রেতা সুরক্ষা সমিতির সাধারণ সভা শুরু হয় বেলা ১২ টায়।সভা শুরুর পূর্বে আন্তর্জাতিক ভাষা দিবসের অমর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।সভায় আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে শহীদ স্মরণে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী কানন পাল।ক্রেতা সুরক্ষা সেবা সমিতির বার্ষিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক শচীন সিংহ রায়।তিনি বলেন দীর্ঘদিন ধরেই কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে লাগাতার আন্দোলন করে আসছে।কালিয়াগঞ্জ পৌর সভা সবসময় সমাজের শ্বার্থে তাদের পাশে ছিল আছে ও থাকবে।তিনি ক্রেতা সুরক্ষা সমিতির এই ধরনের কাজের জন্য সবাইকে ধন্যবাদ জানান।তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিক রনজিৎ রায়,কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সজ্জন শর্মা ও সম্পাদক অনুপ জয়সোয়াল।ছিলেন ক্রেতা সুরক্ষা সেবা সমিতির বিদায়ী সভাপতি কানাই শেঠ এবং বিদায়ী সম্পাদক সঞ্জীব ধর।বার্ষিক সাধারন সভায় সংগঠনের বিদায়ী সম্পাদক সঞ্জীব ধর বক্তব্য রাখেন।

বার্ষিক সভায় স্বাগত ভাষণ দেন সংগঠনের পরিচালক কমিটির সদস্য প্রকাশ কুন্ডু।অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সমিতির সভাপতি বিদায়ী সভাপতি কানাই শেঠ বিগত দিনে তাদের সংগঠনের হিসাবপত্র ও সাধারণ নাগরিকদের স্বার্থে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়েছেন তার বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন।

সভায় সাধারণ মানুষদের শ্বার্থে অবিলম্বে তাদের নিয়ে কালিয়াগঞ্জ শহরে নিয়মিত সচেতনতা শিবির করে ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করবার দাবি তোলেন সমাজসেবী কৃষ্ণ কুমার ব্যানার্জী,চিকিৎসক ডাঃ মলয় কর,ডাঃ চিন্ময় দেবগুপ্ত ও সাংবাদিক তপন চক্রাবর্তী ও সূচন্দন কর্মকার ও বেশ কিছু সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিগণ।জানা যায় এই সভা থেকে কানাই শেঠকে সভাপতি,চিন্ময় দেবগুপ্ত ও তপন চক্রবর্তীকে সহ -সভাপতি, কৃষ্ণ ব্যানার্জী,সঞ্জীব ধর ও মলয় করকে জয়েন্ট সেক্রেটারি এবং প্রকাশ কুন্ডুকে ক্যাশিয়ার করে ২৫ জনের একটি শক্তিশালি কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *