January 13, 2025

কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে সম্বর্ধিত ইস্টবেঙ্গলের মহিলা দলের ক্যাপ্টেন ও গোলকিপার

1 min read

কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে সম্বর্ধিত ইস্টবেঙ্গলের মহিলা দলের ক্যাপ্টেন ও গোলকিপার

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৯,ফেব্রুয়ারী: শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির দ্বিতীয় বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্বর্ধনা দেওয়া হল ইস্টবেঙ্গলের মহিলা দলের ক্যাপ্টেন সুনিতা সরকার এবং গোলকিপার বুলি সরকারকে।সম্বর্ধনার উত্তরে সুনিতা সরকার বলেন গ্রাম বাংলায় অনেক ফুটবল প্রতিভা আছে।

একটু আন্তরিকতার সাথে যদি অন্বেষণ করা হয় তাহলে তারাও ফুটবলের ভালো জায়গায় পৌঁছাতে পারবে বলে তার বিশ্বাস।কেননা আমি নিজেও দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামে সরলার বাসিন্দা।নিজের জেদ এবং অধ্যবসায়ের ফলে সবার আশীর্বাদেই একটা ভালো জায়গায়

পৌছেছি।সবার ক্ষেত্রেই সাফল্যের মুখ দেখতে গেলে পরিশ্রমের কোন বিকল্প নেই।অনুষ্ঠানে উপস্থিত হয়ে উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের সদস্য অসীম ঘোষ বলেন সুনিতা ও বুলি আমাদের সোনার মেয়ে।ওরা দেখিয়ে দিয়েছে প্রত্যন্ত গ্রাম বলে কিছু নেই।অদম্য ইচ্ছা ও পরিশ্রম 

করলে লক্ষের কাছে যাওয়া যায়।তাই সুনিতা ও বুলিকে অভিনন্দন জানায়। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ,সদস্য বাপ্পা রায় চৌধুরী, জয়ন্ত ব্যানার্জী,ইজবুল হক সহ অনেকেই।অপর দিকে প্রতিষ্ঠা দিবসে চার দলীয় স্বর্গীয় নিতাই চন্দ্র চক্রবর্তী স্মৃতি চ্যাম্পিয়ন ও স্বর্গীয় প্রভাষ চন্দ্র চৌধুরী স্মৃতি রানার্স ফুটবল খেলার ফাইনালে চ্যাম্পিয়ন হয়-

 

6 thoughts on “কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে সম্বর্ধিত ইস্টবেঙ্গলের মহিলা দলের ক্যাপ্টেন ও গোলকিপার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *