January 13, 2025

বিশাখাপত্তনমে জাতীয় স্তরের ক্যারাটে উত্তর দিনাজপুরের২১টি সোনা পেয়ে বিরাট সাফল্য

1 min read

বিশাখাপত্তনমে জাতীয় স্তরের ক্যারাটে উত্তর দিনাজপুরের২১টি সোনা পেয়ে বিরাট সাফল্য

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-১৮ফেব্রুয়ারী:বিশাখাপত্তনমে জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় উত্তর দিনাজপুরের ক্যারাটে প্রতিযোগীরা ২১টি স্বর্ণপদক,১২টি রৌপ্য পদক এবং ৯টি ব্রোঞ্জ পদক পেয়ে জাতীয় স্তরে তৃতীয় স্থান দখল করে বিরাট সাফল্যের মুখ দেখলো বলে উত্তর দিনাজপুর জেলার ক্যারাটে সংস্থার সম্পাদক শিব কর্মকার জানালেন।

তিনি বলেন সম্প্রতি তাদের ক্যারা টে দল বিশাখাপত্তনমের স্বর্ণভারতী স্টেডিয়ামে নিজি সতকান ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এই সাফল্য পেয়ে উত্তর দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করেছে।তিনি বলেন এই প্রতিযোগিতায় অনুর্ধ ২৭বিভাগে পিউ বিশ্বাস তিনটি সোনা,জোড়া সোনা জিতেছে সৌনাভ সাহা অনুর্ধ ১৪,প্রিয়ম চৌধুরী অনুর্ধ ১১,অনিরুদ্ধ বৈষ্ণব অনুর্ধ ৮,অনুষ্কা সরকার অনুর্ধ ৯,তন্বীশী পাল অনুর্ধ ৮ এবং তৃষা রায় অনুর্ধ ৭।একটি করে সোনা জিতেছে রাজকুমার মাহাতো অনুর্ধ(২৩),কৃষ্ণ খটিক অনুর্ধ(১৩),

সৌরভ রায় অনুর্ধ(১২),সুপর্ণা সেন অনুর্ধ(২৩),সায়ন্তী ঘোষ অনুর্ধ(১৩) এবং সারনা কুন্ডু অনুর্ধ (১০)।এই বিশাল সাফল্যের জেরে রায়গঞ্জ শহরে একটি বিশাল শোভা যাত্রা বের করে বলে জানা যায়।শিব কর্মকার বলেন তাদের ছেলে মেয়েরা নিষ্ঠার সাথে অনুশীলন করার কারণেই এই বিশাল জয় ছিনিয়ে আনতে সমর্থ হয়।তিনি সমস্ত জয়ী ছেলে মেয়েদের অভিনন্দন জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *