বাম-কংগ্রেস জোটের ডাকে কৃষক আন্দোলনের সমর্থনে কালিয়াগঞ্জে রেল স্টেশনে বিক্ষোভ প্রদর্শন-
1 min readবাম-কংগ্রেস জোটের ডাকে কৃষক আন্দোলনের সমর্থনে কালিয়াগঞ্জে রেল স্টেশনে বিক্ষোভ প্রদর্শন-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৮,ফেব্রুয়ারী:বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে বাম-ও কংগ্রেস জোটের উদ্দ্যোগে কৃষক আন্দোলনের সমর্থনে প্রতীকী রেল রোকো আন্দোলন সংগঠিত হয়।এদিন কালিয়াগঞ্জ রেল স্টেশনে বিকাল ৫টায় বাম ও কংগ্রেসের নেতৃত্ব ও সমর্থকেরা কালিয়াগঞ্জ স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করে।এদিন এই প্রতীকী আন্দোলনে উপস্থিত ছিলেন বাম নেতৃত্বের মধ্যে
বিশিষ্ট সিপিআইএম নেতা ভারতেন্দ্র চৌধুরী, মনোরঞ্জন পাটোয়ারী,সন্তোষ ঘোষ, অয়ন দত্ত, তপন কুমার চক্রবর্তী, রাধিকা রঞ্জন দেবভূতি, দিগেন রায় এবং কংগ্রেসের নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন
কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত,কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল,জপেন দেবশর্মা এবং গিরিধারী প্রামানিক।এদিন কালিয়াগঞ্জ স্টেশনে রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস ট্রেনটি কালিয়াগঞ্জ স্টেশনে প্রবেশ করলে
বাম-কংগ্রেস জোটের সমর্থকরা ট্রেনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন কিছুক্ষনের জন্য করে বলে জানা যায়।