কালিয়াগঞ্জ এন আর ই জি এস সেলের উদ্দ্যোগে রক্তদান শিবির
1 min readকালিয়াগঞ্জ এন আর ই জি এস সেলের উদ্দ্যোগে রক্তদান শিবির
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৮,ফেব্রুয়ারী: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের এন আর ই জি এস সেলের উদ্দ্যোগে এবং উপ-অধিক্ষক রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগীতায়
একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারা।তিনি বলেন এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার ব্লাড ব্যাঙ্কে চলছে রক্তের চরম সংকট।তাই এই মুহূর্তে যুব সমাজের এই সঙ্কট মুহূর্তে এগিয়ে আসা উচিৎ বলে তিনি মনে করেন।কালিয়াগঞ্জ ব্লকের এন আর ই জি এস সেলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকের রক্তদান শিবিরে মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্ত দান করে বলে জানায়।