January 13, 2025

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর সূচনায় বার্তা মোদীর যোগাযোগ বাড়লে বাড়বে আত্মনির্ভরতা

1 min read

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর সূচনায় বার্তা মোদীর যোগাযোগ বাড়লে বাড়বে আত্মনির্ভরতা

সূচনা হল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুটের। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। আগামিকাল, মঙ্গলবার থেকেই সবার জন্য এই রুটে মেট্রো পরিশষেবা চালু হয়ে যাবে। ২০১০-১১-র রেলবাজেটে এই মেট্রো প্রকল্পের ঘোষণা করেন তত্‍কালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মেট্রোর সম্প্সারিত রুটের উদ্বোধন ছাড়াও এদিন প্রধানমন্ত্রী কলাইকুণ্ডা থেকে ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন, আজিমগঞ্জ এবং খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি এবং বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন, হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর এবং মগরার মধ্যে তৃতীয় লাইনেরও সূচনা করেন প্রধানমন্ত্রী

।হুগলির সাহাগঞ্জের সভার পর দূর ব্যবসাথ্রা মাধ্যেমে রেল পথের উদ্বেধন করে মোদী। প্রধানমন্ত্রী বাংলা সহ ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরেন। বলেন, ‘নতুন ট্রেন ও মেট্রো প্রকল্প হওয়ার ফলে হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনার মানুষের সুবিধা হবে। এক ঘন্টায় মেট্রোর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত পৌঁছনো যাবে। পড়ুয়াদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ, আইএসআই ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে সুবিধা হবে। কালীঘাট-দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও সুচারু হল।’ মেট্রোর আধুনিকীকরণে দেশিয় প্রযুক্তির জোর দেওয়া হয়েছে বলে দাবি করেন মোদী।নোয়াপাড়ার ৪.১ কিমি দূরত্বে থাকছে ২টি স্টেশন। বরানগর এবং প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর। কলকাতা মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত ১৫৮টি ট্রেন চালচল করবে। ছুটির দিনে চলবে ১৫৬টি ট্রেন। এই রুটে শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ৯ টায়। সাত মিনিট অন্তর করে ট্রেন চলাচল করবে। উত্তর-দক্ষিণ মেট্রোর যাতায়াতের পথ আরও চার কিমি বাড়লেও ভাড়া একই থাকছে। অর্থাত্‍, এই রুটে মেট্রোর সর্বোচ্চ ভাড়া থাকছে ২৫ টাকা।প্রকল্প ঘোষণার দীর্ঘ ১০ বছর বাদে বাস্তবায়িত হচ্ছে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুট। গত ৫ ফেব্রুয়ারি নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুটের পথ পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বোর্ডের সদস্যরা। শর্তসাপেক্ষে ওই পথে মেট্রো চলাচলে ছাড়পত্র দেয় বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *