বোমার হামলায় গুরুতর জখম হয়েছেন মন্ত্রী জাকির হোসেন সহ অন্তত পক্ষে ৫ জন তৃণমূল কর্মী
1 min readবোমার হামলায় গুরুতর জখম হয়েছেন মন্ত্রী জাকির হোসেন সহ অন্তত পক্ষে ৫ জন তৃণমূল কর্মী
কলকাতায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে ট্রেন ধরার জন্য মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে যাবার পথে রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জঙ্গীপুরের বিধায়ক জাকির হোসেনের উপর বোমার হামলায় গুরুতর জখম হয়েছেন মন্ত্রী জাকির হোসেন সহ অন্তত পক্ষে ৫ জন তৃণমূল কর্মী। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ঐ এলাকায়। বুধবার রাতে নিমতিতা ষ্টেশনে যাবার পথে একজন মাত্র দেহ রক্ষী নিয়ে সরকারি গাড়ি থেকে হাটাপথ ধরেন। উপস্থিত কর্মী সমর্থকদের জয়ধ্বনি দিতে দিতে তাকে ষ্টেশনে পৌছে দিতে যাচ্ছিলেন, পথে কিছুটা যাবার পর হঠাৎ অন্ধকার থেকে তাকে লক্ষ করে একাধিক বোমা ছোড়া হয়। মূহুর্তের মধ্যে হুলুস্থুল পড়ে যায় এলাকাটিতে।
কর্মীরা ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওঠার আগেই দুষ্কৃতিরা এলাকা ছেড়ে পালায়। এদিকে এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন জঙ্গীপুরের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী এবং মহকুমা পুলিশ আধিকারিক সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ইতমধ্যেই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং বাংলার আইন শৃংখলার অবনতি হয়েছে বলে মন্তব্য করে নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। তিনি আরও বলেন, তৃণমূলের মন্ত্রী ছাড়াও জাকির হোসেন একজন সফল শিল্পপতিও। সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তাকে ঘীরে নানান গোষ্ঠীর কোন্দল মাথা চাড়া দিয়েছিলো। তাছাড়াও আন্তর্জাতিক গরু পাচারকারী এনামূল শেখের সাথেও পাচারের বিরোধিতা ও অভিযোগ করা নিয়ে তার বৈরিতা ছিল।আহত মন্ত্রী ও তৃণমূল কর্মীদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে জঙ্গীপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। পরে জাকির হোসেন কে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।পায়ে ১৪টা সেলাই পড়েছে বললেন অধীর চৌধুরী। দলের জেলা সভাপতি সাংসদ আবু তাহের খান তার শারিরীক অবস্থার খোঁজ নিয়েছেন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন। তিনি জঙ্গীপুর পুলিশ জেলার পুলিশ সুপার ও রাজ্য স্তরেও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানিয়েছেন