ঝিটকা বিপ্রডাঙ্গীতে নেতাজির ১২৫ তম বর্ষ উপলক্ষে প্রতিবাদী কন্ঠের উদ্দ্যোগে নেতাজির দুষ্প্রাপ্য ছবি ও কোটেশন প্রদর্শন
1 min readঝিটকা বিপ্রডাঙ্গীতে নেতাজির ১২৫ তম বর্ষ উপলক্ষে প্রতিবাদী কন্ঠের উদ্দ্যোগে নেতাজির দুষ্প্রাপ্য ছবি ও কোটেশন প্রদর্শন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৭,ফেব্রুয়ারী-বুধবার উত্তর দিনাজপুর জেলার ঝিটকার বিপ্রডাঙ্গীতে প্রতিবাদী কন্ঠের উদ্দ্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বসুর বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি ও অসামান্য কোটেশনের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিবাদী কন্ঠের সম্পাদিকা মৌসুমী দাস ও রুম্পা দাস।ছিলেন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য রাজেশ মন্ডল,শ্যামল দত্ত,উমা দাস সহ অনেকেই।অনুষ্ঠানের সূচনা হয় দীপা দাসের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে।বুধবার বিকালে ৪টা পর্যন্ত প্রদর্শনী চলে বলে জানা যায়।প্রদর্শনী দেখতে প্রচুর মানুষ অংশগ্রহণ করেন