January 13, 2025

পেশায় সিভিক ভল্যান্টিয়ার । নেশায় ক্রিকেট পাগল

1 min read

পেশায় সিভিক ভল্যান্টিয়ার । নেশায় ক্রিকেট পাগল

দেবব্রত মন্ডল , বাঁকুড়া:- তিনি পেশায় সিভিক ভল্যান্টিয়ার । নেশায় ক্রিকেট পাগল । সোনামুখী থানা এলাকার প্রত্যন্ত গ্রাম ইছাড়িয়ার তাপস আইচ ক্রিকেট জগতে তার নাম কালু , একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।

যেখানে দেখা যাচ্ছে স্পাইড্যার ম্যানের মতো উড়ে গিয়ে বল মুঠো বন্দি করছেন তিনি । ঐ ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায়, সম্প্রতি রামপুর মাঠে একটি প্রতিযোগীতা মূলক খেলার সময় কেউ বা কারা ঐ বিশেষ মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করেন । যা পরে নেটিজেনদের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । একই সঙ্গে ঐ ক্রিকেটার ওই প্রতিযোগীতায় ২৩ বলে ৮৯ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বলেও জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *