আত্মা প্রকল্পের অধীনে কালিয়াগঞ্জের ১০টি স্বনির্ভর গোষ্ঠীর হাতে অনুদান তুলে দেওয়া হল
1 min readআত্মা প্রকল্পের অধীনে কালিয়াগঞ্জের ১০টি স্বনির্ভর গোষ্ঠীর হাতে অনুদান তুলে দেওয়া হল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫,ফেব্রুয়ারী:আধুনিক কৃষি ব্যবস্থায় মহিলাদের আত্মা প্রকল্পের মাধ্যমে আয়ের দিশা দেখাতে সোমবার কালিয়াগঞ্জ কৃষি মণ্ডিতে কৃষি দপ্তর ১০টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কৃষি-সহ অধিকর্তা গোপাল ঘোষের পৌরহিত্ত্বে এই অনুষ্ঠান হয়।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে দশ হাজার টাকা করে চেক তুলে দেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এবং সহ-কৃষি অধিকর্তা গোপাল ঘোষ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তাক প্রধান এবং ।কৃষি করমাধ্যক্ষ বিমল রায়।কালিয়াগঞ্জের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দশ হাজার টাকা করে অনুদান পাওয়ায় তারা প্রত্যেকেই খুশি হয়েছেন বলে জানান।