January 13, 2025

২২দফা দাবি নিয়ে বাম- কংগ্রেস ছাত্র যুবদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটেশন:

1 min read

২২দফা দাবি নিয়ে বাম- কংগ্রেস ছাত্র যুবদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটেশন

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫,ফেব্রুয়ারী:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সমস্যা সমাধানে ২২ দফা দাবির ভিত্তিতে এস এফ আই ,ডি ওয়াই এফ এফ আই এবং যুব কমগ্রেস কমিটির উদ্যোগে হাসপাতালের সুপারকে একটি ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশনের নেতৃত্ব দেন এস এফ আযের সম্পাদক রূপক কুন্ডু এবং ডি ওয়াই এফ আইয়ের সম্পদক সমীর আলী এবং যুব কংগ্রেসের গিরিধারী প্রামানিক।২২ দফা ডেপুটেশনে মূল দাবিগুলি ছিল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে অবিলম্বে সিজার চালু করতে হবে।

রেফার প্রথা বন্ধ করতে হবে,কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে অবিলম্বে অস্থি, চক্ষু,হার্ট স্পেশালিস্ট নিয়োগ করতে হবে,হাসপাতালের চিকিৎসকদের সময়মত হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা দিতে হবে,চিকিৎসকদের ডিউটি চার্ট টাঙিয়ে দিয়ে তাদের নামের পাশে ফোন নম্বর লিখে রাখতে হবে,কালিয়াগঞ্জ হাসপাতালে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করতে হবে,হাসপাতালে চাকুরী প্রার্থীদের মেডিক্যাল করতে আসা যুবকদের অযথা হয়রানি বন্ধ করতে হবে,হাসপাতালের এক্সরে মেশিনটি অবিলম্বে ভালো করে

তা দিয়ে পরিষেবা চালু করতে হবে,হাসপাতালে অবিলম্বে স্ক্যান মেশিন চালু করতে হবে,দীর্ঘদিন থেকেই হাসপাতালের খাবার মান নিম্ন মানের দেওয়া হয়।অবিলম্বে সেদিকে কর্তৃপক্ষকে নজর দিতেকালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ তাপস রায় স্মারক লিপি গ্রহণ করে বলেন তিনি যত দ্রুত সম্ভব সমস্যাগুলির সমাধানের চেষ্টা করবেন।ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আইয়ের রাজ্য কমিটির সদস্যা ঐসানি বাগচী, জেলা যুব কংগ্রেসের সৌম্য দত্ত,ব্লক যুব কংগ্রেসের গিরিধারী প্রামানিক অসিত রঞ্জন দাস, সুজয় সাহা,প্রভাত বর্মন ও শুভময় রায় কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *