কালিয়াগঞ্জের ধবাইল গ্রামে বিদ্ধংশী অগ্নিকান্ডের ফলে বেশ কিছু বাডি ক্ষতিগ্রস্থ
1 min readকালিয়াগঞ্জের ধবাইল গ্রামে বিদ্ধংশী অগ্নিকান্ডের ফলে বেশ কিছু বাডি ক্ষতিগ্রস্থ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫,ফেব্রুয়ারী:সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের ধবাইল গ্রামে এক বিধ্বংসী অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।আগুন লাগার খবর পাবার সাথে সাথে কালিয়াগঞ্জ থানার এ এস আই সুকান্ত সরকার কালিয়াগঞ্জের দমকল বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের জীবন বিপন্ন করে আগুনকে আয়ত্বে আনে বলে জানা যায়।সঠিক সময়ে ঘটনা স্থলে
গিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা করা যায় বলে গ্রাম বাসীদের বক্তব্য। কীভাবে আগুন লাগে তার সঠিক সূত্র এখনো পাওয়া যায়নি।তবে রান্না করতে গিয়েই সম্ভবত আগুন লাগে বলে অনেকের ধারণা।
যদিও প্রাণ হানির কোন ঘটনা ঘটেনি বলে জানা যায়।ধবাইল গ্রামের সাধারণ মানুষ কালিয়াগঞ্জ থানার পুলিশ এ এস আই সুকান্ত সরকার এবং কালিয়াগঞ্জের দমকল বাহিনীর কর্মীরা সংবাদ
পাবার সাথে সাথে দ্রুত ঘটনস্থলে এসে যে ভাবে নিজেদের জীবন বিপন্ন করে আগুন আয়ত্বে আনে যা প্রশংসার দাবি রাখে। এই জন্য গ্রাম বাসীরা তাদের ধন্যবাদ জানান বলে জানা যায়