রাজবংশী ছাত্রীর মৃত্যুর মূল আসামি আনিসুর রহমানকে পুনরায় গ্রেপ্তারের দাবিতে কালিয়াগঞ্জ থানায় রাজবংশী গাভুর সঙ্ঘের ডেপুটেশন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪ ফেব্রুয়ারী:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানায় রাজবংশী ছাত্রীর মৃত্যুর মূল আসামী আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হলেও সে বেল পেয়ে যায় চার্জসিট সময়মত আদালতে জমা না দেবার কারনে।এর প্রতিবাদে অবিলম্বে মূল আসামী আনিসুর রহমানকে পুনরায় গ্রেপ্তারের দাবিতে রবিবার কালিয়াগঞ্জ রাজবংশী গাভুর সংঘ কালিয়াগঞ্জ থানা ঘেরাও ও বিক্ষোভ দেখায়। ডেপুটেশনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে ছিল কালিয়াগঞ্জ থানা সময়মত চার্জসিট না দেবার কারনে আনিসুর রহমানের বেল হয়ে যায় গত ৬ই ফেব্রুয়ারী।
অবিলম্বে মূল আসামী আনিসুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করতে হবে।।কালিয়াগঞ্জ রাজবংশী গাভুর সংঘের সভাপতি সুধীর সরকার বলেন তারা মূলত পাঁচ দফা দাবির ভিত্তিতে কালিয়াগঞ্জ থানায় ডেপুটেশন দেন রবিবার।
।যার প্রধান দাবিগুলি ছিল রাজবংশী ছাত্রী সোমা সরকারের মৃত্যুর মূল দোষী আনিসুর রহমানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে,নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে চার্জসিট দেওয়া হয়নি কেন তার উপযুক্ত জবাব দিতে হবে,চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে চার্জসিট দাখিল করতে হবে আদালতে। দোষীরা যাতে কোন ভাবেই ছাড়া না পায় এবং নির্দোষীদে কোন ভাবেই হেরাস না করা তা দেখতে হবে। সুপার থার্টি সমাজকল্যাণ সমিতির সভাপতি সুৱা ছেত্রী বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ না করলে তারা কালিয়াগঞ্জ থানা ঘেরাও করে বৃহত্তর আন্দোলনের সামিল হবেন।কালিয়াগঞ্জ থানার আই সি দীপাঞ্জন দাস বলেন তিনি তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান। উল্লেখ্য, ২০২০ সালের ৬ ই ডিসেম্বর পুরিযা মহেশপুরের একাদশ শ্রেণীর ছাত্রী সোমা সরকারের শ্লীলতাহানি করার কারনে সোমা সরকার আত্মঘাতী হয়।এই ঘটনায় কালিয়াগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।