কী জানালেন রাজীব ব্যানার্জী ?৫ টাকায় ডিম ভাত,মমতার নতুন প্রকল্প নিয়ে 

রাজ্যে বিধানসভা ভোট আসন্ন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ টাকায় ডিম ভাত সরকারি ক্যান্টিনে মা প্রকল্পের উদ্বোধন করবেন।রাজ্যের গরীব-দুঃস্থ মানুষেরা যাতে দুবেলা খেতে পায় সেই জন্য ‘ মা ‘নামে এই নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী ১৫ ই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে চালু হচ্ছে মা কিচেন।

মাত্র ৫ টাকায় পাওয়া যাবে ডাল ভাত সবজি একটি করে ডিম।রাজ্য সরকারের এই উদ্যোগকে আজ কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Bandopadhyay )।তিনি বলেন এগুলো সব নির্বাচনী ইশতেহার। ভোট এসে গিয়েছে বলে দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধান চলছে। তৃণমূল বুঝে গিয়েছে তাদের পায়ের তলার মাটি নেই।এছাড়াও তিনি বলেন কেন্দ্রের সাহায্য ছাড়া কোন রাজ্যের উন্নয়ন করতে পারে না। মানুষের স্বার্থে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন বলে দাবি জানায় রাজীব বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য বাজেট পেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষরা এবার মায়ের রান্নাঘরে পেট ভরে খেতে পাবেন।তার মূল্য হবে মাত্র পাঁচ টাকা। অনেকেই মনে করেছিলেন ভোটের আগে নয়া চমক দিলেন মুখ্যমন্ত্রী। যদিও এর আগে অন্নপূর্ণা ও মায়ের থালির মত প্রকল্প গুলির সূচনা হয়েছিল।তবে মমতার এই মাস্টার স্ট্রোক শুধুমাত্র ভোটের আগে মানুষকে বোকা বানানোর জন্য বলে মনে করছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে রাজ্য সরকারের ৫ টাকায় ডিম ভাতের এই ব্যবস্থা ভোটব্যাঙ্ক টানার জন্য মনে করছে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *