রায়গঞ্জে সংকল্প সোনার বাংলা কার্যক্রম অনুষ্ঠানে শনিবার কেন্দ্রীয় দুই প্রতিমন্ত্রী-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১২ফেব্রুয়ারী; উত্তর দিনাজপুর্বজেলার রায়গঞ্জ গীতাঞ্জলি হলে বিকাল ৫টায় শনিবার “সংকল্প সোনার বাংলা কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান বিজেপির প্রমুখ প্রবীর ঘোষ এবং কমল দেবনাথ।প্রবীর ঘোষবলেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কেন্দ্রের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং কেন্দ্রের পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রায়গঞ্জের বিশিষ্ট বুদ্ধিজীবী,বিজেপির সাংগঠনিক কর্মকর্তাগণ এবং
রায়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ীগন।বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্য থেকে তৃণমূল দলের কুশাসন দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে সাধারণ মানুষ আজ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে বলে তিনি জানান।