‘সততার সঙ্গে কাজ করতে চাইলে তৃণমূলে থাকা যায় না’, দীনেশকে বিজেপিতে স্বাগত কৈলাসের
দীর্ঘদিনের দলের সঙ্গে এক লহমায় সম্পর্ক ছিন্ন। বাংলা বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে। তবে তার মধ্যেও রাজ্যসভার তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) দলত্যাগ খানিকটা আচমকাই। শুক্রবার রাজ্যসভায় বিতর্ক চলাকালীন
তিনি দাঁড়িয়ে দলে থেকে কাজ করতে অসুবিধা হচ্ছে, একথা জানিয়ে নিজের ইস্তফা ঘোষণা করেন। এরপরই বাড়তি উত্সাহী হয়ে ওঠে গেরুয়া শিবির। বিজেপি নেতারা তাঁকে অভিনন্দন জানান, দলে স্বাগতও জানানো হয়। এরপরই কানাঘুষো শুরু হয়, দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগদান করছেন কি না, তা নিয়ে। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) এ নিয়ে তাত্পর্যপূর্ণ বার্তা দিয়েছেন।