গৌতম দাসের হাতে হরিরামপুর সিপিএম এর শক্ত ঘাঁটি তে ভাঙ্গন
মামুন সরকার:- দক্ষিণ দিনাজপুর :--গৌতম দাসের হাতে হরিরামপুর CPIM শক্ত ঘাঁটি ভাঙ্গন ।গৌতম দাসের হাতে একের ওপর এক যোগদান কর্মসূচি ,আদিবাসী নেতা CPIM নেতা ,গ্রাম পঞ্চায়েত সদস্য ,CPIM প্রাক্তন প্রধান ,অবসর প্রাপ্ত আর্মির সহ ৩০০ পরিবার ।হরিরামপুর থানার গকর্ন গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপির এলাকার আব্দুল তোয়াব , তাহের আলী,সনাতন বর্মন, অঞ্চল প্রেসিডেন্ট সদরুল ইসলাম,জেলা সংখ্যালঘু সেক্রেটারি ওবায়দুর রহমানের নেতৃত্বে গৌতম দাসের হাত ধরে CPIM ও আদিবাসী সিঙ্গেল অভিযান নেতার তৃণমূলে যোগদান করলেন ।এদিন এই যোগদান কর্ম সূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রেসিডেন্ট গৌতম দাস, ব্লক প্রেসিডেন্ট আব্দুল হাতেম, জেলা নেতৃত্ব মোবারক হোসেন, দুর্গা সরেন ,ওবায়দুর রহমান, রাহেল রানা ,সাইদুর ইসলাম ,সোলেমান সরকার ,অঞ্চলের প্রধান উপ্রধান সহ অঞ্চল নেতৃতরা ।
এদিন প্রচুর মানুষের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় । এই বিষয়ে যোগদান কারী cpim লড়াকু নেতা ওসমান গনি ও রেজাউল ইসলামরা বলেন দীর্ঘদিন আমরা cpim করেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ও অশুভ শক্তি bjp কে রুখতে তৃণমূলে যোগদান করলাম ।আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে কাজে নামবো ।হরিরামপুর ব্লকের গকর্ন ছিল CPIM শক্ত ঘাঁটি , কিন্তু পর পর একই অঞ্চলের গৌতম দাসের হাতে দুটি শক্ত ঘাঁটির নেতারা তৃণমূলে যোগদান করেন। এই যোগদানের পরে হরিরামপুর ছয়টি অঞ্চলের মধ্যে তৃণমূল সব থেকে বেশি ভোটে লিড থাকবে গকর্ন অঞ্চলে জানিয়েছেন নেতৃতরা । এই যোগদানের পরে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে, থমকে দাঁড়ালো cpim ও bjp ।এই বিষয়ে গৌতম দাস জানিয়েছেন আজ আমি সত্যি এই গকর্ন অঞ্চলের মানুষকে ধন্যবাদ জানাবো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এগিয়ে এসেছেন, দীর্ঘদিন বামপন্থী দলের যুক্ত ছিলেন আজ তারা তৃণমূলে যোগদান করলেন।সত্যি এই মানুষ গুলোর উদ্যোগ ও উদ্দীপনা আমাকে মুখধ করেছে আবার আমাকে ভাবতে শেখাচ্ছে ।এই যোগদানের অবসর প্রাপ্ত আর্মি ও আদিবাসী নেতা জানিয়েছেন আগামী দিনে আমরা তৃণমূল কে জেতাতে মন দিয়ে কাজ করবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবো ।