ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেলের উদ্যোগে কমি’ সভার আয়োজন ইটাহারে
৩১শে জানুয়ারি শশাঙ্ক সরকার,ইটাহার: কেন্দ্রীয় বিজেপি সরকারের ভাওতাবাজি নিতির বিরুদ্ধে ও সাধারণ মানুষের মধ্যে জাতি ধর্মের নামে ভেদাভেদের রুখতে, ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেলের কমি’ সভার আয়োজন করা হয় ইটাহারে। এদিন ইটাহার ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্বাস্তু সেলের পক্ষ থেকে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় । এদিনের কমি’ সভায় আয়োজনে ব্লকের বিভিন্ন এলাকার কয়েকশো তৃনমূল কংগ্রেসের কমি’ সমথ’ক দের উপস্থিতিতে সভার আয়োজনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য,
ইটাহারের বিধায়ক তথা জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য্য, সংগঠনের জেলা সভাপতি ভগিরথ দাস, ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত গাঙ্গুলী, সংগঠনের রায়গঞ্জ ব্লক সভাপতি অনুব বিশ্বাস, রায়গঞ্জ শহর সভাপতি অভিষেক দাস ,
ইটাহার ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্বাস্তু সেলের সভাপতি নারায়ন চন্দ্র রায়, ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নাজমুল হোসেন, তৃনমূল কংগ্রেস নেতৃত্ব বিনয় সরকার, পঞ্চায়েত সমিতির দল নেতা নজিবর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন রাজ্য সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য বলেন কেন্দ্রীয় বিজেপি সরকার যে NRC NPR বিল আনতে চলেছে তা আমাদের কোন দরকার নেই, কেননা নিয়ম অনুসারে আমরা ভারতীয় নাগরিক, নতুন করে আর আবেদন করার দরকার নেই,
কেননা বিজেপির নেতা কমি’রা বাড়ি বাড়ি গিয়ে ভারতীয় নাগরিক করার জন্য ফম’ দিয়ে শই করাচ্ছে তাঁতে মানুষ বিভ্রান্ত হচ্ছে, আজকের সভা থেকে সেটাই বাতা’ দেওয়া হলো ভূল করেও কেউ যেন কোন ফ্রমে শই না করেন, আর শই করলেই আপনার ভোটার লিস্ট ও ভোটার কার্ড এর পাশে D কথা টা যুক্ত হবে ফলে আপনি আর ভোট দিতে পারবেন না, যা আসামে ঘটেছে, পাশাপাশি তিনি এদিন বালুরঘাট লোক সভার বিজেপির সাংসদ শুকান্ত মজুমদার কে অজুহাত করে বলেন শুকান্ত মজুমদার বলছে আমরা নাকি অবৈধ্য, তাহলে আমরা যদি অবৈধ্য হয় তিনিও তাহলে অবৈধ্য কেননা তিনি আমাদের ভোটে নির্বাচিত হয়ে সাংসদ হয়েছে সেকারনে আগে শুকান্ত বাবু সাংসদ থেকে পদত্যাগ করুন অথবা আপনি ভারতীয় নাগরিক জন্য আবেদন করুক তাহলে আমরাও আপনার পিছনে পিছনে নতুন ভাবে ভারতীয় নাগরিক জন্য আবেদন করবো, এই সবই আজকের সভায় তুলে ধরা হয়, পাশাপাশি এদিনের সভায় জেলার অন্যন্য ব্লকের নতুন কমিটি গঠন এর দায়িত্ব প্রাপ্ত নেতা দের নিয়োগ পত্র তুলে দেন বিধায়ক সহ রাজ্য নেতৃত্ব ।